1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
সিনেমা দেখে ফেরার পথে সাংসদের গাড়িতে বোমা হামলা - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৬:৩২ পূর্বাহ্ন

সিনেমা দেখে ফেরার পথে সাংসদের গাড়িতে বোমা হামলা

  • প্রকাশের সময় : রবিবার, ২০ মারচ, ২০২২

‘দ্য কাশ্মীর ফাইলস” সিনেমা না দেখার পরামর্শ দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও, তাঁর আগেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্যের সমস্ত বিজেপি বিধায়কদের নিয়ে ঘটা করে কাশ্মীর ফাইলস দেখে এসেছিলেন।

বুধবার বিধানসভায় স্বরাষ্ট্র দপ্তরের বাজেটে মুখ্যমন্ত্রী বলেন, ‘কেউ সিনেমা দেখতে যাবেন না। ভাইরাল ভিডিয়োও দেখবেন না। সিনেমা যা দেখায় তা কখনওই সত্যি নয়। তাই সেগুলো বিশ্বাস করবেন না। এগুলো সব বানানো। সিনেমা সিনেমাই। কোনও দিন সত্যি হবে না।’ তিনি আরও বলেন, ‘ওদের অনেক টাকা। তাই খরচা করে এসব বানায়। দেখবেন না। বিশ্বাসও করবেন না।’সেই

ঘটনার পর এবার কাশ্মীর ফাইলস দেখতে গিয়ে আক্রান্ত হলেন রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। অল্পের জন্য তিনি রক্ষা পেয়েছেন বলে বিজেপির দাবি। জানা গিয়েছে যে, কল্যাণীর সঙ্গম সিনেমা হলে কাশ্মীর ফাইলস দেখে বাড়ি ফিরছিলেন জগন্নাথবাবু। সেই সময় আচমকাই তাঁর গাড়ি লক্ষ্য করে শুরু হয় বোমাবাজি।

সাংসদ জানিয়েছেন, হরিণঘাটা ৭ নম্বর শিমুলতলা এলাকায় তাঁর গাড়ি লক্ষ্য করে বোমা ছোঁড়া হয়। তিনি জানান, রাস্তায় এখনও বোমার দাগ রয়েছে। সাংসদের গাড়ি ঘিরে এমন বোমাবাজির ঘটনায় শনিবার রাতে চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

জগন্নাথবাবু জানান, সিনেমা দেখে বাড়ি ফিরছিলাম, অচামকাই বিকট একটি আওয়াজ এল কানে। ভাবলাম গাড়ির টায়ার ব্লাস্ট করতে পারে। কিন্তু পরে দেখি যে লোকজন বেরিয়ে আসছে। সবাই বলছে বোমা মারা হয়েছে। আমাদের গাড়ির গতি ছিল বলে বোমা গাড়িতে এসে আঘাত করতে পারেনি। এ কাজ তৃণমূল ছাড়া আর কেউ করতে পারেনা।

বিএ

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST