1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
সিনেমা করতে পারিশ্রমিক নেন না আমির! - খবর ২৪ ঘণ্টা
শুক্রবার, ০২ মে ২০২৫, ০৯:৪৬ অপরাহ্ন

সিনেমা করতে পারিশ্রমিক নেন না আমির!

  • প্রকাশের সময় : শনিবার, ৪ আগস্ট, ২০১৮

বিনোদন,ডেস্ক: কারও পারিশ্রমিক ৫ কোটি তো কারও ১০! এক-একটি সিনেমার জন্য বলি-হিরোদের টাকার অঙ্কটা এমনই আকাশ ছুঁই। যত বড় তারকা, তত বেশি অঙ্কের চুক্তি। কিন্তু এই দলে নেই টিনসেলের পারফেকশনিস্ট। কারন আমির খান সিনেমার জন্য কোনও পারিশ্রমিকই নেন না!

তাহলে ভাবছেন কীভাবে চলে নায়কের! আছে মশাই। সিনেমা করতে বিপুল অঙ্কের টাকা দাবি না করলেও। ছবির প্রযোজকের সঙ্গে লভ্যাংশ প্রাপ্তির চুক্তি থাকে আমিরের। সম্প্রতি অভিনেতা জানিয়েছেন, ” অভিনয়ের জন্য কোনও অর্থ তিনি দাবি করেন না। তবে ছবির একটি লভ্যাংশ নেন। ছবি ফ্লপ হলে তিনি কিছুই পান না।”

উল্লেখ্য আমরা সকলেই জানি আমির মানেই একশো কোটির গন্ডি চোখের নিমেশে পাড়। তাই যে নায়কের বেশ ভালই আয় তা বুঝতে কারও অসুবিধা নেই। আসলে সত্যিই তিনি পারফেকশনিস্ট। কাজের সঙ্গে সঙ্গে মগজেরও। যেখানে পারিশ্রমিক নিয়ে অন্য নায়কের সঙ্গে দর কষাকষি চলে প্রযোজকদের। যেখানে কুল মস্তিষ্কে কামাল করেন তিনি। তাইতো আমিরের বক্তব্য, ” আমার কাছে সবথেকে গুরুত্বপূর্ণ চিত্রনাট্য। একবার যদি তা গল্প পছন্দ হয়। এবং ছবিতে যদি আমি অভিনয় করি। তাহলে চেষ্টা করি যাতে নির্মাতাদের কোনও আর্থিক ক্ষতি না হয়। ওঁনারা ভাল অর্থ কামাক”।

আমিরের মতে তাঁর কেরিয়ার নিপারদ এবং ছবি বাছতে তাঁর সুবিধা হবে। তাই নায়কের বলেন, “আমার প্রথম টাকা আসে যখন পুরোপুরি ছবি তৈরির খরচ অতিক্রম হয়। নির্মাতা ও সকলের পাওনা মিটে যাওয়ার পর আমার নাম আসে। ছবির লাভের একটা বড় অংশ নিই। আমি এভাবেই কাজ করি। আমার মনে হয়, নির্মাতারাও আমার পন্থায় খুশি।

প্রসঙ্গত, আগামী সিনেমা ‘ঠাগস অফ হিন্দোস্তান’ সিনেমার জন্য ব্যস্ত অভিনেতা। জানা গিয়েছে, ইউরোপের মাল্টা উপকূলে এই জাহাজ দু’টি তৈরি করার জন্য প্রায় হাজার শ্রমিক এক বছর ধরে কাজ করেছেন। অভিজ্ঞ ডিজাইনারদের পরামর্শও নেওয়া হয়েছে। তৈরি হওয়ার পর দু’টি জাহাজের ওজন হয়েছে দুই লক্ষ কিলোগ্রাম।
ছবি: ট্যুইটারের সৌজন্যে

ভারতীয় চলচ্চিত্রে ফিকশনের এখনও পর্যন্ত সেরা উদাহরণ ‘বাহুবলী’। দু’টি ভাগে মুক্তি পেয়েছিল রাজামৌলির ছবিটি। আঞ্চলিক সিনেমা হলেও রেকর্ড ব্যবসা করেছিল মাহেশমতি সাম্রাজ্যের কাহিনি। এবার তাকেও টক্কর দিতে চান প্রযোজক আদিত্য চোপড়া। তাই খরচ যাই হোক, নিজের পিরিয়ড ড্রামাকে বিশ্বাসযোগ্য করে তুলতে কোনও আপস করতে রাজি নন প্রযোজক। তাই এমন ব্যবস্থা।

ছবিতে জলদস্যুদের কাহিনি দেখানো হবে। বেশিরভাগ শুটিংই করতে হবে সমুদ্রে। এর জন্য জাহাজেরও প্রয়োজন ছিল। প্রেক্ষাপট ঐতিহাসিক। তাই বিশেষ ধরনের জাহাজেরই প্রয়োজন ছিল। তাই এই জাহাজ তৈরির পক্ষে সায় দেন পরিচালক বিজয়কৃষ্ণ আচার্য, প্রযোজক আদিত্য চোপড়া ও আমির খান। ইতিমধ্যেই অমিতাভ, আমির, ক্যাটরিনা, ফতিমাদের লুক প্রকাশ্যে এসেছে।

খবর২৪ঘণ্টা.কম/জেএন

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST