খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদকে গুলি করার ঘটনা দুই মিনিটের মধ্যেই ঘটে বলে জানিয়েছেন র্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল তোফায়েল। তিনি বলেন, সেই দুই মিনিটের মধ্যে ঘটনাটি কি এমন ঘটেছিল যে গুলি চালিয়েছিল পরিদর্শক লিয়াকত, সেই প্রশ্নের উত্তর খোঁজা হচ্ছে।
শুক্রবার সকালে শামলাপুর চেকপোস্টের ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে র্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল তোফায়েল আরো বলেন, গুলির ঘটনা তাৎক্ষণিক না পরিকল্পিত ছিল সে প্রশ্নের উত্তরও খোঁজা হচ্ছে।
প্রতক্ষ্যদর্শীদের ভাষ্যমতে, লিয়াকতের হাতে আগে থেকেই অস্ত্র ছিল। হঠাৎ অভিযান হলে তার হাতে অস্ত্র থাকবে কেন? পুলিশের ভাষ্য মতে মেজর সিনহাও নাকি অস্ত্র তাক করেছিল। তাহলে দুই মিনিটের ভিতরে লিয়াকত কি এমন করেছিল, কেন তার হাতে অস্ত্র ছিল? সে বিষয়েও তদন্ত করা হচ্ছে।
খবর২৪ঘন্টা/নই