1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
সিনহা হত্যাকাণ্ড তদন্তে সত্যের উদঘাটন করা হবে : কাদের - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ১ জানয়ারী ২০২৫, ১০:২৮ অপরাহ্ন

সিনহা হত্যাকাণ্ড তদন্তে সত্যের উদঘাটন করা হবে : কাদের

  • প্রকাশের সময় : বুধবার, ৫ আগস্ট, ২০২০

খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‌এসএসএফের সাবেক কর্মকর্তা, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খানের হত্যাকাণ্ডের পূর্ণ তদন্তের মাধ্যমে সত্যের উদঘাটন করা হবে। যাতে কেউ পার পেয়ে যেতে না পারে। আমি এ মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি।

আজ সকালে সংসদ ভবনে তার বাসভবন থেকে ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। এর আগে শহীদ শেখ কামালের ৭১তম জন্মবার্ষিকী উপলক্ষে দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে আবাহনী ক্লাব ও বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

ব্রিফিংয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে শহীদ শেখ কামালের স্মৃতিচারণ করে ওবায়দুল কাদের বলেন, শহীদ শেখ কামাল ছিলেন দূরদর্শী ও গভীর চিন্তাবোধের অধিকারী এবং নির্লোভ, নির্মহ। যিনি ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থেকেও ছিলেন অতি সাধারণ।
তিনি বলেন, রাজনৈতিক সংস্কৃতি হলো আদর্শবাদী রাজনীতি মজবুত করার নিখাদ বুনিয়াদ। তাই শেখ কামাল রাজনীতির সংস্কৃতিকে টেকসই করার জন্য সংস্কৃতির রাজনীতির ওপর গুরুত্বারোপ করেছিলেন।

সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক উৎকর্ষ সাধনে ক্রীড়া ও সংস্কৃতির নিগূঢ় শক্তিতে বলিয়ান হতে পারলে সবকিছুই কল্যাণমুখী হবে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, এ বোধ শেখ কামালের মধ্যে প্রবলভাবে জেগে উঠেছিল।

তিনি বলেন, শেখ কামাল উপমহাদেশের অন্যতম সফল ক্রীড়া সংগঠক ছিলেন। তিনি আধুনিক ফুটবল ও ক্রিকেটের প্রবর্তক ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ শেখ কামালের বিদেহী আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়ায় অংশ নেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

খবর২৪ঘন্টা/নই

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST