1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
সিদ্ধান্ত বদল এরশাদের: জিএম কাদেরকে আবার জাপার কো–চেয়ারম্যান - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ০৯ জানয়ারী ২০২৫, ০৯:৩৭ অপরাহ্ন

সিদ্ধান্ত বদল এরশাদের: জিএম কাদেরকে আবার জাপার কো–চেয়ারম্যান

  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ এপ্রিল, ২০১৯

খবর ২৪ ঘণ্টা ডেস্ক :

অব্যাহতি দেওয়ার ১২ দিনের মাথায় জি এম কাদেরকে আবার জাতীয় পার্টির (জাপা) কো-চেয়ারম্যান পদ ফিরিয়ে দিলেন এইচ এম এরশাদ। আজ বৃহস্পতিবার রাতে এক ‘সাংগঠনিক নির্দেশে’ জি এম কাদেরকে পুনর্বহাল করেন জাপার চেয়ারম্যান এরশাদ।

সাংগঠনিক নির্দেশে বলা হয়, জাতীয় পার্টির গঠনতন্ত্রের ২০ /১-ক ধারা মোতাবেক তাঁকে এ নিয়োগ প্রদান করা হলো, যা বৃহস্পতিবার থেকে কার্যকর করা হলো।
এর আগে গত ২২ মার্চ রাতে এরশাদ তাঁর ছোট ভাই জি এম কাদেরকে জাপার কো চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেন।
জি এম কাদেরকে কো-চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতির কথা জানিয়ে এরশাদের সই করা সাংগঠনিক নির্দেশের অনুলিপি দলের পক্ষ থেকে গণমাধ্যমকর্মীদের কাছেও পাঠানো হয়। এতে বলা হয়, ‘আমি (এরশাদ) ইতোপূর্বে ঘোষণা দিয়েছিলাম যে আমার অবর্তমানে পার্টির কো–চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের পার্টির পরিচালনার সার্বিক দায়িত্ব পালন করবেন এবং আমি এটাও আশা প্রকাশ করেছিলাম যে পার্টির পরবর্তী জাতীয় কাউন্সিল তাঁকে চেয়ারম্যান নির্বাচিত করবে। কিন্তু পার্টির বর্তমান সার্বিক অবস্থার বিবেচনায় আমার ইতোপূর্বেকার সেই ঘোষণা প্রত্যাহার করে নিলাম।’ 
পরদিন ২৩ মার্চ জাতীয় সংসদে বিরোধীদলীয় উপনেতার পদ থেকেও জিএম কাদেরকে অপসারণ করেন এরশাদ।
ওই দিনই স্ত্রী রওশন এরশাদকে সংসদে উপনেতার পদে স্থলাভিষিক্ত করেন এরশাদ। 
দলীয় সূত্র জানায়, জি এম কাদেরকে স্বপদে ফেরাতে রংপুরসহ বিভিন্ন স্থানে জাপা নেতাদের প্রতিক্রিয়ার মুখে এরশাদ তাঁর অবস্থান পরিবর্তন করেন।

খবর ২৪ ঘণ্টা/আর

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST