খবর২৪ ঘণ্টা, স্পোর্টস, ডেস্ক: উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে ম্যানচেস্টার সিটির বিপক্ষে বড় জয় পেয়েছে লিভারপুল। প্রথম লেগে টুর্নামেন্টের অন্যতম ফেবারিট দলটিকে ৩-০ গোলে হারিয়েছে অলরেডরা। এতে চলতি মৌসুমের সেমিফাইনালের পথে এগিয়ে গেলো ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা।
বুধবার নিজেদের মাঠ এনফিল্ডে একটি করে গোল করেছেন মোহাম্মদ সালাহ, অ্যালেক্স অক্সল্যাড-চেম্বারলাইন ও সাদিও মানে।
হাইভোল্টেজ এই ম্যাচটি শুরু হবার আগে উত্তাপ ছড়িয়ে পড়ে মাঠের বাইরেও। ম্যানসিটির টিম বাসে হামলা করে স্বাগতিক সমর্থকরা। যদিও এ ঘটনায় লিভারপুল কর্তৃপক্ষ থেকে ক্ষমা চাওয়া হয় সিটিজেনদের কোচ পেপ গার্দিওলর কাছে। তাছাড়া সোশ্যাল মিডিয়ায় দুই দলের সমর্থকদের বাকযুদ্ধ তো আছেই।
তবে ম্যাচ শুরু হবার পর ম্যানচেস্টারের দলটিকে খুঁজেই পাওয়া সম্ভব হয়নি। ১২তম মিনিটেই দলকে এগিয়ে দেন মোহাম্মদ সালাহ। মিসরীয় তারকা ফরোয়ার্ডের চলতি মৌসুমের সব রকম আসরের ৩৮তম গোল।
আট মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন ইংলিশ মিডফিল্ডার অ্যালেক্স অক্সল্যাড-চেম্বারলাইন। আর প্রথমার্ধের ৩১তম মিনিটে গোল করেন সেনেগালের উইঙ্গার সাদিও মানে।
বিরতির পর শেষভাগে আর কোনো গোল হয়নি। শেষ পর্যন্ত ৩-০ গোলে নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।
১০ এপ্রিল ম্যানচেস্টারের ঘরের মাঠ ইত্তেহাদ স্টেডিয়ামে মাঠে নামবে দুই দল। সেই ম্যাচে জয় পেতে হয়ে লিভারপুলের জালে গোলোৎসব করতে হবে সিটিকে।
খবর২৪ঘণ্টা.কম/রখ