খবর২৪ঘণ্টা,আন্তর্জাতি ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বহুল প্রতীক্ষিত বৈঠকটি সিঙ্গাপুরে হওয়ার সম্ভবনা রয়েছে। সিঙ্গাপুরে বৈঠকের বিষয়ে আগ্রহ দেখিয়েছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এর আগে তিনি উত্তর কোরিয়ার সীমান্তে অবস্থিত পিস হাউসে দুজনের বৈঠক হতে পারে বলে জানিয়েছিলেন।
সোমবার যুক্তরাষ্ট্রে সফররত নাইজেরিয়ার প্রেসিডেন্ট মোহাম্মাদু বুহারির সঙ্গে এক সংবাদ সম্মেলনে অংশ নেবার সময় বৈঠকের ভেন্যু হিসেবে সিঙ্গাপুরের নাম উল্লেখ করেন ট্রাম্প। সম্প্রতি দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে ইনের সঙ্গে উত্তর কোরিয়ার নেতা কিমের অন্তরঙ্গ বৈঠকের পর এই প্রস্তাব দিলেন ট্রাম্প।
তবে কিমের সঙ্গে ট্রাম্পের আসন্ন বৈঠকটি কোথায় হবে তা এখনও চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন এক উর্ধ্বতন মার্কিন কর্মকর্তা। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, বৈঠকের ভেন্যু হিসেবে বেশ কয়েকটি স্থানের একটি তালিকা তৈরি করা হয়েছে। তালিকার উপরের দিকেই রয়েছে এশিয়ার দেশ সিঙ্গাপুরের নাম। চলতি মাসের শেষ নাগাদ অথবা জুনের গোড়ার দিকে ওই বৈঠক হতে পারে বলেও তিনি জানিয়েছেন। উত্তরে কোরিয়ার কোনো নেতার সঙ্গে এটি হবে মার্কিন প্রেসিডেন্টের প্রথম বৈঠক।
প্রসঙ্গত, দুই কোরিয়াকে আলাদা করেছে পানমুনজম এলাকা। এই অসামরিক এলাকায় রয়েছে পিস হাউস। শুক্রবার সেখানেই কিম জং উন ও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন দেখা করেন। ১৯৫৩ সালের পরে এই প্রথম দক্ষিণ কোরিয়ার মাটিতে উত্তর কোরিয়ার প্রথম নেতা হিসেবে পা রাখেন কিম জং উন। মুনের সঙ্গে তিনি গিয়েছিলেন পিস হাউসে। এই সম্মেলনের পরেই ট্রাম্প ও কিমের বৈঠকের ওপর জোর দেয়া হচ্ছে।
খবর২৪ঘণ্টা.কম/নজ