খবর২৪ঘন্টা নিউজ ডেস্কঃ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার মো. মাহাবুবর রহমান। তবে তার স্ত্রীর নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে।
সোমবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন সিএমপি কমিশনার নিজেই।
তিনি বলেন, চট্টগ্রামের বিআইটিআইডি ল্যাবে আমি ও আমার স্ত্রী নমুনা পরীক্ষা করিয়েছিলাম। রিপোর্টে আমার করোনা পজিটিভ ও আমার স্ত্রীর নেগেটিভ এসেছে।
তিনি আরো বলেন, আমি চাঙ্গা আছি। পরশু রাত থেকে জ্বর বা অন্য কিছু নেই। আমরা জন্য দোয়া করবেন।
জানা গেছে, বৃহস্পতিবার থেকে জ্বরে ভুগছিলেন সিএমপি কমিশনার মাহাবুবর রহমান। সেই থেকে বাসাতেই আইসোলেশনে আছেন তিনি।
চট্টগ্রামে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে নিজ উদ্যোগে মাঠে কাজ করেছেন সিএমপি কমিশনার। তার বিভিন্ন উদ্যোগ প্রশংসিত হয়েছে চট্টগ্রামসহ সারাদেশে।খবর২৪ঘন্টা /এবি