1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
সিআইডি’র দীর্ঘ ২১ বছরের যাত্রা শেষ হচ্ছে। - খবর ২৪ ঘণ্টা
শুক্রবার, ০২ মে ২০২৫, ০১:১৬ অপরাহ্ন

সিআইডি’র দীর্ঘ ২১ বছরের যাত্রা শেষ হচ্ছে।

  • প্রকাশের সময় : বুধবার, ২৪ অক্টোবর, ২০১৮

খবর২৪ঘন্টা বিনোদন ডেস্কঃ

দীর্ঘ ২১ বছরের যাত্রা। অবশেষে বন্ধ হতে চলেছে জনপ্রিয় টেলি সিরিজ সিআইডি। পর্দায় আর দেখা যাবে না এসিপি প্রদ্যুম্ন, ইন্সপেক্টর অভিজিৎ ও দয়াকে। এক সাক্ষাৎকারে দয়া ওরফে দয়ানন্দ শেঠি নিজেই একথা জানিয়েছেন। তিনি বলেছেন, ২৭ তারিখ সিআইডির শেষ এপিসোড দেখানো হবে। তারপর থেকেই বন্ধ হয়ে যাবে এই শো-টি।

এবেলা পত্রিকার খবরে বলা হয়, এখন পর্যন্ত সিআইডির এপিসোড সংখ্যা ১,৫৪৬টি। ১৯৯৭ সালের ২৯ এপ্রিল যাত্রা শুরু এই টিভি শো’টির। তার পরেই প্রবল জনপ্রিয়তা পায় সিআইডি। অনেক অভিনেতা-অভিনেত্রী এই টিভি শো’টিতে অভিনয় করলেও, সিরিজটির মূল চরিত্র এসিপি প্রদ্যুম্নের চরিত্রে শিবাজী সত্যম, ইন্সপেক্টর অভিজিতের চরিত্রে আদিত্য শ্রীবাস্তব, দয়ার চরিত্রে দয়ানন্দ শেঠি বরাবরই রয়ে গিয়েছেন।

দয়ানন্দ জানান, ‘শেষ এপিসোডের শুটিং ৪-৫ দিন আগেই হয়ে গেছে। তখনই আমাদের বলা হয় এটাই শেষ এপিসোড। সত্যি খবরটা জানার পরে থেকে আমাদের খুবই খারাপ লাগছে। সিআইডি ২২ বছরে পা দিতে চলেছিল। চ্যানেলের কিছু অভ্যন্তরীণ সমস্যার জন্য সিআইডি বন্ধ হবে বলে জানানো হয়েছে। আমি আমার চরিত্রটিকে খুব মিস করব। আশা করি দর্শকদের এই কয়েক বছর আনন্দ দিতে পেরেছি। আমরা একটা গোটা পরিবারের মতো ছিলাম। আমরা এখানকার প্রত্যেককেই মিস করব।’

খবর২৪ঘন্টা / সিহাব

 

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST