নাটোর প্রতিনিধিঃ নাটোরের সিংড়ায় চারতলা ভবনের ছাদ থেকে পড়ে চলনবিল আতাহার আলী সুপার মার্কেটের স্বত্বাধিকারী আতাহার আলী (৭০) নামে সাবেক এক ইউপি সদস্যের মৃত্যু হয়েছে। আজ বিকেল ৫টার দিকে পৌর শহরের পাড়াজয়নগর মহল্লায় এ ঘটনা ঘটে। আতাহার আলী ওই মহল্লার মৃত জমির প্রামাণিকের ছেলে। তিনি দীর্ঘ ২৫ বছর সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়ন পরিষদের সদস্য ছিলেন।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ বিকেলে চলনবিল আতাহার আলী সুপার মার্কেটের ভবনের ৫ তলার কাজ দেখতে গিয়ে অসাবধানতা বশত ছাদ থেকে পড়ে যান তিনি। এরপর স্থানীয়দের সহযোগিতায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক রাশেদুল হাসান জানান, হাসপাতালে নিয়ে আসার পূবেই রোগীর মৃত্যু হয়েছে।
খবর২৪ঘণ্টা.কম/নজ