নাটোর প্রতিনিধি:
নাটোরে সিংড়ার বাবলু ফিলিং স্টেশনে অভিযান করে ১৪শ’৫৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে র্যাব। পাম্পটি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দাউদার মাহমুদের মালিকানাধীন । তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির থেকে মনোনয়ন প্রত্যাশী ।রবিবার গভীর রাতে পৌর শহরের বাসষ্ট্যান্ডের ওই ফিলিং স্টেশনে লক্ষ্যে র্যাবের একটি আভিযানিক দল স্কোয়াড্রন লীডার মোহাম্মদ সাঈদ আব্দুল্লাহ আল-মুরাদ, অতিঃ পুলিশ সুপার মোঃ যায়েদ শাহ্রীয়ার কোম্পানী কমান্ডার, সিনিয়র এএসপি মোঃ মইনুল ইসলাম ও এএসপি মোঃ আজমল হোসেন, স্কোয়াড কমান্ডার এর নেতৃত্বে অভিযান চালিয়ে বাবুল (৪২) ও তার সহযোগী সামাদ (৩৭) নামের দুই
শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় ফেন্সিডিলসহ একটি ট্রাক জব্দ করা হয়।র্যাব-৫ এর নাটোর সিপিসি-০২ এর এএসপি মোঃ আজমল হোসেন স্কোয়াড কমান্ডার জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১৮ নভেম্বর) রাতে পৌর শহরের বাসষ্ট্যান্ডের বাবলু ফিলিং স্টেশনে অভিযান চালানো হয়। এ সময় পাম্পে থাকা একটি ট্রাকে তল্লাশি চালিয়ে বস্তার মধ্য থেকে ১৪৫৫ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। এর সাথে জড়িত শীর্ষ মাদক ব্যবসায়ী বাবুল ও সামাদকে গ্রেফতার ও ট্রাকটি জব্দ করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক ব্যবসায়ীদ্বয় জব্দকৃত ফেন্সিডিল বিক্রয়ের উদ্দেশ্যে উক্ত ঘটনাস্থলে অবস্থান করছিল বলে উপস্থিত লোকজনের সম্মুখে স্বীকার করে, জানিয়েছে র্যাব।
খবর ২৪ ঘণ্টা/এমকে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।