নাটোর প্রতিনিধি:
নাটোরের সিংড়ায় বুধবার দুপুরে পুকুরে মাছের খাবার দেওয়ার সময় বিদ্যুত ষ্পৃর্শে গোলাম হোসেন (৩২) নামে এক ব্যবসায়ির মৃত্যু হয়েছে। গোলাম হোসেন উপজেলার চৌগ্রাম ইউনিয়নের কাজিপাড়ার দেলোয়ার হোসেন এর ছেলে এবং চৌগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবু বক্কর এর ছোট ভাই।এলাকাবাসি সুত্রে জানা যায়, বুধবার দুপুরে চৌগ্রামের ঔষধ ও মৎস্য ব্যবসায়ী গোলাম হোসেন চৌগ্রাম-কালিগঞ্জ আঞ্চলিক সড়কের পাশে নিজ পুকুরে মাছের খাবার দিতে যায়। খাবার দেওয়ার এক পর্যায়ে পুকুরের
বৈদ্যুতিক বাল্বের তারে জড়িয়ে পড়েন। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে সিংড়া হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, এঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। তবে অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে দেখা হবে।
খবর ২৪ ঘণ্টা/আর