সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জ সদর উপজেলার ১০ নং সয়দাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক নবীদুল ইসলাম পবিত্র ওমরাহ হজ্ব পালনের উদ্দেশ্যে আজ ২১ ফেব্রুয়ারী সিরাজগঞ্জ ত্যাগ করছেন। এ উপলক্ষে গতকাল ২০ ফেবব্রুয়ারী সয়দাবাদ ইউনিয়ন পরিষদের লাইব্রেরী হল রুমে দোয়া ও মত বিনিময় সভার আয়োজন করা হয়।
উক্ত সভায় উপস্থিত ছিলেন সয়দাবাদ ইউপির প্যানেল চেয়ারম্যান ও ইউপি আওয়ামীলীগের সভাপতি আব্দুল আজিজ মন্ডল যুগ্ন সাধারন সম্পাদক রাশেদুল হাসান রাশেদ, ইউপি সদস্য সিরাজুল ইসলাম, ইউপি সদস্য আব্দুল মমিন তালুকদার, ১নং ওয়ার্ড আওয়মীলীগের সভাপতি লাহাব, সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম, ২নং ওয়ার্ডের সভাপতি রেজাউল হোসেন খান রেজা, সাধারন সম্পাদক হারুন আর রশীদ, ৩নং ওয়ার্ডের সভাপতি মজনু মিয়া, সাধারন সম্পাদক লোকমান হোসেন, ৪নং ওয়ার্ড সভাপতি ফরিদুল ইসলাম, ৫নং ওয়ার্ডের নির্মল দাস, সাধারন সম্পাদক আশরাফ আলী, ৬নং ওয়ার্ডের সভাপতি আব্দুস সালাম, সাধারন সম্পাদক বণী আমিন, ৭নং ওয়ার্ডের সভাপতি শাহীন রেজা বুলু , সাধারন সম্পাদক শামছুল হক, ৮নং ওয়ার্ডের সভাপতি শহিদুল ইসলাম, ৯নং ওয়ার্ডের সভাপতি ইসমাঈল হোসেন, সাধারন সম্পাদক শহিদুল ইসলাম প্রমুখ। উপস্থিত ইউপি সদস্য/সদস্যা ও দলীয় কর্মী সহ আত্তীয়-স্বজন, শুভাকাঙ্খী ও সর্বস্তরের মানুষের কাছে চেয়ারম্যান নবীদুল ইসলাম দোয়া প্রার্থনা করেন। তাঁর অনুউপস্থিতিতে ইউনিয়ন পরিষদের ১নং প্যানেল চেয়ারম্যান (মেম্বার) আব্দুল আজিজ মন্ডল চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন এবং ইউ’পি আওয়ামীলীগের দলীয় কার্যাক্রম ১নং যুগ্ন সম্পাদক মোঃ রাশেদুল হাসান রাশেদ ও ২নং যুগ্ন সম্পাদক সিরাজুল ইসলাম সুষ্ঠুভাবে কর্মকান্ড করার জন্য দায়িত্বভার অর্পন করেন। অত্র ইউনিয়ন সচিব মোঃ আসলাম উদ্দিন সেখ জানান যে, আগামী ৭মার্চ পবিত্র ওমরাহ হজ্ব পালন শেষে চেয়ারম্যান নবীদুল ইসলাম দেশে ফেরার কথা রয়েছে।
খবর২৪ঘণ্টা.কম/রখ