খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: এ বছর সাহিত্যে ভারতের কোলকাতার মহাত্মা গান্ধী স্বর্ণ পদক পেলেন কবি সোহেল মাহবুব। গত মঙ্গলবার তাঁর হাতে এই পদক তুলে দেন কোলকাতা বঙ্গবন্ধু সাহিত্য সংসদ ও বিশ্ববঙ্গ সাহিত্য সংসদের বাংলাদেশ প্রতিনিধি কবি জী এম হারূন। কোলকাতা বঙ্গবন্ধু সাহিত্য সংসদ ও বিশ্ববঙ্গ সাহিত্য সংসদের গত ২০ ফেব্রুয়ারী ভারতের কোলকাতায় এক অনুষ্ঠানের মাধ্যমে এই স্বর্ণ পদক প্রাপ্তদের নাম ঘোষণা করে। তারা কবি সোহেল মাহবুবকে একটি ক্রেস্ট, মেডেল, সনদপত্র ও উত্তরীয় প্রদান করে।
কবি সোহেল মাহবুব ১৯৭৭ সালের ১৮ আগস্ট রাজশাহীর পবা উপজেলার নওহাটার শ্রীপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মোঃ হাবিবুর রহমান নওহাটা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক ও বাংলাদেশ বেতারের গীতিকার। সোহেল মাহবুব এমএ (বিএজি) পাস করেন। তিনি বর্তমানে শিক্ষকতা ও সাংবাদিকতা পেশার সাথে জড়িত। সেই সাথে তিনি বাংলাদেশ বেতার রাজশাহীর নিউজ ট্রান্সলেটর হিসেবে কাজ করেন। ছোট বেলা থেকেই তিনি ছড়া ও কবিতা লিখে আসছেন। এ পর্যন্ত তাঁর পাঁচটি একক বই প্রকাশিত হয়েছে। এগুলো হলো ১. নিশিকাব্যযান (কাব্যগ্রন্থ-২০০৭), ২. রোদের রুমাল (কাব্যগ্রন্থ-২০১১), ৩. শ্বেত বালিকার কাব্যে বালক বেদনা (কাব্যগ্রন্থ-২০১৪), ৪. জেলখানার পরী (গল্পগ্রন্থ-২০১৭), ৫. মাতাল সাঁকো (কাব্যগ্রন্থ-২০১৮)। এছাড়া তিনি ‘ছায়া’ নামে একটি সাহিত্য পত্রিকা সম্পাদনা করেন। তাঁর বেশ কয়েকটি যৌথ গ্রন্থ প্রকাশিত হয়েছে। তিনি ইতোপূর্বে বেশ কয়েকটি পদক ও সম্মাননা পেয়েছেন। তাঁর লেখা কবিতা গল্প বাংলাদেশের ও ভারতের বিভিন্ন দৈনিক এবং সাহিত্য পত্রিকায় নিয়মিত প্রকাশিত হচ্ছে।
খবর২৪ঘণ্টা.কম/রখ