বিনোদন,ডেস্ক: ‘দাবাং থ্রি’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হচ্ছে মহেশ মাঞ্জরেকারের কন্যা সাঈর। ছবিতে সালমান খানের সঙ্গে রোমান্স করতে দেখা যাবে সাঈকে। ৫৩ বছর বয়সী সালমানের সঙ্গে ২১ বছর বয়সী সাঈর রসায়ন কেমন হবে তা নিয়ে সংশয় ছিল অনেকের। তবে পোস্টার ও ট্রেলার এবং ছবির গান সামনে আসার পর তা অনেকটাই কেটে গেছে। সালমানের বয়স নিয়ে মাথা ব্যথা নেই সাঈর। তার বক্তব্য, সালমানের সঙ্গে তিনি ছোট বেলা থেকে পরিচিত। তাই কাজ করতে অসুবিধা হয়নি।
এছাড়া একসঙ্গে শুটিং করতে গিয়ে সালমানের কঠোর পরিশ্রমী মনোভাব তাকে অনুপ্রাণিত করেছে।
‘দাবাং থ্রি’ ছবিতে আরও অভিনয় করেছেন সোনাক্ষী সিনহা ও কেচ্চা সুদীপ। ছবিটি পরিচালনা করেছেন প্রভু দেবা।
এমকে