1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
সালমানের বায়োপিকে কি তাহলে করণের স্টুডেন্ট - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ০২:০৪ অপরাহ্ন

সালমানের বায়োপিকে কি তাহলে করণের স্টুডেন্ট

  • প্রকাশের সময় : সোমবার, ৯ এপ্রিল, ২০১৮
khobor24ghonta.com

খবর২৪ঘণ্টা.বিনোদন,ডেস্ক: জেল থেকে বাড়ি ফিরে স্বস্তির নিঃস্বাস ফেলছেন ‘ভাইজান’ এবং তাঁর পরিবার৷ তবে শুধু পরিবার বললে ভুল হবে৷ বলিপাড়ার বেশ কিছু সেলব্রিটিরা দেখা করতে গিয়েছিলেন তাঁর বাড়িতে৷ ভক্তকূলের ভিড়ে থিকথিক করছিল গ্যালাক্সির লন৷ পরিশ্রান্ত অবস্থাতেও বারান্দায় দাঁড়িয়ে ফ্যানদের দেখা দিয়ে তারপর ভিতরে ঢুকলেন তিনি৷

তাঁর ফেরার আশায় পরিবার ছাড়াও ব্যাকুল হয়েছিলেন ক্যাটরিনা, জ্যাকলিন, বরুণ, ববি দেওল এবং আরও অনেক তারকারা৷ এতজন তারকার মধ্যে বরুণ ধাওয়ান ‘ডেভিল’র কত বড়ো ফ্যান সে তা তো বারেবারেই বলেছেন৷ তবে সালমানের  বায়োপিক নিয়ে প্রসঙ্গ উঠতেই সঙ্গে সঙ্গে না করে দিলেন হিরো৷ অবশ্য উত্তরে বেশ বুদ্ধিমত্তার পরিচয় দিলেন তিনি৷

বরুণ এবংসালমানের হাবভাবে একটা অদ্ভুত মিল আছে৷ ‘জুড়ওয়া টু’ তে নিজেকে ‘টাইগার’র আদলে রেখে বেশ ভালোই ফুটিয়ে তুলেছিলেন চরিত্রটি৷ সম্প্রতি ‘অক্টোবর’র প্রোমোশনে মিডিয়া তাঁকে জিজ্ঞেস করে ‘ভাইজান’র বায়োপিকের ব্যাপারে৷ মিস্টার খানের বায়োপিকে অভিনয় করতে কে না চায়, তবে বরুণ চান না৷ কেন চান না সেই কারণও দু’লাইনে ব্যক্ত করে দিলেন নায়ক৷ “একেবারেই না৷ এখন তো একেবারেই না৷ তবে আমার মনে হয় সলমন ভাই নিজেই তাঁর বায়োপিকে থাকলে বেশি জমবে৷”

সালমানের  ফেরার পর বরুণ ধাওয়ান যে কতটা উত্তেজিত সেটাই প্রমাণ দিল তাঁর একটি সাক্ষাৎকার৷ ‘অক্টোবর’র প্রোমোশনাল ইভেন্ট চালকালীন বললেন, “সবাই এখন রিলিফ পেয়েছে৷ আমি আগেও বলেছিলাম ট্যুইট করে যে সলমন ভাই এবং তাঁর পরিবার আমাদের আইনি ব্যবস্থার ওপর সম্পূর্ণ আস্থা রেখেছেন৷ সালমান খানের মত খাঁটি মানুষ খুবই কম দেখেছি৷ আমি ভীষণই খুশি যে ভাই ফাইনালি বাড়ি ফিরে এসেছেন তিনি৷ তাই সময় নষ্ট না করে দেখা করে এসেছি৷”

বরুণের বাবা, ডেভিড ধাওয়ানের সঙ্গে সালমান খানের ঘনিষ্ঠতা বহুদিনের৷ ‘জুড়ওয়া’, ‘মুঝসে শাদি করোগি’, ‘ম্যায়নে প্যায়ার কিঁউ কিয়া’র মত হিট ছবিতে কাজ করেছেন একসঙ্গে৷ সূত্রের খবর, তিনি নাকি ভেবেছিলেন সালমানের বায়োপিকের বিষয়ে৷ তবে এ বিষয়ে তিনি নিজে কোনও মন্তব্য করেননি৷

খবর২৪ঘণ্টা.কম/রখ

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST