1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
সালমানকে বড়সড় টেক্কা দিতে চলেছেন রণবীর! কড়া চ্যালেঞ্জের মুখে ভাইজান - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০৯:৫৮ পূর্বাহ্ন

সালমানকে বড়সড় টেক্কা দিতে চলেছেন রণবীর! কড়া চ্যালেঞ্জের মুখে ভাইজান

  • প্রকাশের সময় : বৃস্পতিবার, ১৯ জুলা, ২০১৮

বিনোদন,ডেস্ক: সালমানকে বড় টেক্কা দেবেন রণবীর। সালামন কি পারবেন এই কড়া চ্যালেঞ্জের মোকাবিলা করতে!

‘সঞ্জু’-র ট্রেলার লঞ্চ হওয়ার পরেই তুমুল উত্তেজনা তৈরি হয়েছিল। হুবহু সঞ্জয় দত্তের মতো হাঁটাচলা, কথা বলা, হাত পা নাড়ানো— রণবীর কপূরের এই অবতারে মুগ্ধ হয়েছিলেন দর্শক। এমনকী, মেকআপও অসামান্য। তাই সবার একটাই অপেক্ষা ছিল— কবে মুক্তি পাবে ‘সঞ্জু’?

অতঃপর সেই মাহেন্দ্রক্ষণ আসে। বক্স অফিসে তুমুল ঝড় তুলে দেয় ‘সঞ্জু’। চোখের পলকেই ১০০ কোটির ঘরে ঢুকে পড়ে রণবীরের এই ছবি। বক্স অফিসের সাফল্যের নিরিখে রণবীর এবার বলিউডের ভাইজান সলমনকে বড়সড় চ্যালেঞ্জ ছুড়ে দিলেন।

বক্স অফিসের হিসেব অনুযায়ী, সলমন খানের ‘বজরঙ্গী ভাইজান’ (২০১৫) এখনও পর্যন্ত ৩২০ .৩৪ কোটি টাকা ব্যবসা করেছে। অন্যদিকে ২ সপ্তাহেই রণবীরের ‘সঞ্জু’-র বক্স অফিস কালেকশন ৩১৬.৬৪ কোটি। অর্থাৎ বোঝাই যাচ্ছে, কিছুদিনের মধ্যেই সলমনের ‘বজরঙ্গী ভাইজান’-কে ছাড়িয়ে যাবে সঞ্জয় দত্তের বায়োপিক।

শুধু তাই নয়। এই ছবির মুকুটে জুড়েছে আরও একটি পালক। বক্সঅফিস কালেকশনের ভিত্তিতে সব থেকে হিট ছবিগুলির মধ্যে ৬ নম্বর স্থানে জায়গা করে নিয়েছে ‘সঞ্জু’। এই তালিকার শীর্ষে রয়েছে বাহুবলী ২ (২০১৭)। এর বক্স অফিস কালেকশন ৫১০.৯৮ কোটি।

এর পরে রয়েছে ‘দঙ্গল’ (২০১০), ‘পিকে’ (২০১৪), ‘টাইগার জিন্দা হ্যায়’ (২০১৭), ‘বজরঙ্গী ভাইজান’ (২০১৫)। কিন্তু ‘সঞ্জু’ এখনও বক্স অফিসে রমরমিয়ে চলছে। তাই আশা করাই যায় যে হিট ছবির তালিকায় আরও এগিয়ে যেতে পারে ‘সঞ্জু’। বজরঙ্গী ভাইজানের পরে তালিকার অন্য ছবিগুলিকেও যে টক্কর দেবে সঞ্জয় দত্তের বায়োপিক, সে ব্যাপারে নিশ্চিত ফিলম বিশেষজ্ঞরা।

প্রসঙ্গত, ছবি মুক্তির আগেই সলমনের কটাক্ষের শিকার হয়েছিলেন রণবীর কপূর। সঞ্জয় দত্ত নিজে কেন বায়োপিকে অভিনয় করলেন না, রণবীর মোটেই সঠিক নির্বাচন নয়— এমনই নানা প্রশ্ন তুলে নেটিজেনদের ট্রোলিংয়েরও শিকার হয়েছিলেন ঋষিপুত্র। শেষ পর্যন্ত রণবীর যেভাবে নিজেকে প্রমাণ করতে পেরেছেন, তা দেখে মুগ্ধ তাঁর ফ্যানেরা। পাশাপাশি দারুণ খুশি সঞ্জয় দত্ত ও তাঁর অনুরাগীরাও।

খবর২৪ঘণ্টা.কম/জেএন

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST