খবর২৪ঘণ্টা ডেস্ক: পৃথক ঘটনায় সাভারে দুই গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে তাদের লাশ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ। এঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য এক জনকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায় রাতে সাভারের ইমান্দিপুর এলাকার ভাড়া বাড়িতে ঘরের আড়ার সাথে গৃহবধূ সম্পা বেগমের (২৮) ঝুলন্ত লাশ দেখতে পায় পরিবারের সদস্যরা। পরে তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এঘটনায় নিহতের স্বামী গার্মেন্টস শ্রমিক কাজল হোসেনকে আটক করেছে পুলিশ। নিহত ওই গৃহবধূর বাড়ি চুয়াডাঙ্গা জেলার দামরহুদা থানার ঈশ্বরচন্দ্রপুর গ্রামে।
অন্যদিকে একই সময় সাভারের তেঁতুলঝোড়ার ভরারী এলাকায় নিজ ভাড়া ঘরে
গৃহবধূ এলিজার (২৫) ঝুলন্ত লাশ দেখতে পায় পরিবারের সদস্যরা পরে তাকে দ্রুত
উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে
নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
পরে পুলিশ দুটি লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে।
এ বিষয়ে সাভার মডেল থানার (এসআই) আজগর আলী বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ময়না তদন্তের পর বলা যাবে এ দুটি হত্যাকাণ্ড না অন্য কিছু। এ ঘটনায় সাভার মডেল থানায় দুটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
খবর২৪ঘণ্টা, জেএন