খবর২৪ঘণ্টা ডেস্ক: ঢাকার সাভারের বিরুলিয়া ইউনিয়নের খাগাইন এলাকা থেকে বৃহস্পতিবার রাতে গুলিবিদ্ধ এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ বলছে, তার নাম রিপন। তিনি ধর্ষণ মামলার পলাতক আসামি ছিলেন।
সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়াল বলেন, বৃহস্পতিবার রাতে খাগাইন থেকে রিপনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। তিনি গত ৫ জানুয়ারি আশুলিয়ায় কিশোরী ধর্ষণ মামলার আসামি। ধর্ষণের একদিন পর ওই কিশোরী হাসপাতালে মারা যায়।
পুলিশ সূত্র জানায়, কয়েক মাস আগে পোশাক শ্রমিক রহিমের সঙ্গে তার এক নারী সহকর্মীর সম্পর্ক হয়।
গত ৫ জানুয়ারি সন্ধ্যা ৭টার দিকে কারখানা ছুটির পর মেয়েটি হেঁটে বাড়ি ফিরছিলেন। কারখানা থেকে ২০০ গজ দূরে একটি নির্জন স্থানে পৌঁছানোর পর রহিমের সঙ্গে তার দেখা হয়। এ সময় রহিম তাকে কারখানার পাশে প্রাচীর ঘেরা এক খণ্ড জমির এক কোণে থাকা খড়ির ঘরে নিয়ে যান। সেখানে আগে থেকে অবস্থান করা কয়েকজনসহ রিপন তাকে ধর্ষণ করেন। এরপর রাত ১২টার দিকে মেয়েটিকে তাদের বাসার সামনে পৌঁছে দিয়ে চলে যান।
গত ৭ জানুয়ারি মেয়েটি অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয় নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। ওই দিনই মেয়েটির বাবা আশুলিয়া থানায় মামলা দায়ের করেন। মামলায় রহিম, রিপন ও ইব্রাহীমসহ পাঁচজনকে আসামি করা হয়।
খবর২৪ঘণ্টা, জেএন