সাভারে ডিবির অভিযানে তান্ত্রিক গুরু মাসহ ২ জনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলেন আসমানী বেগম ওরফে শীতা রানী (৭০)। তিনি সাভারের পোড়াবাড়ি এলাকার মো. তোরাব আলীর স্ত্রী। আসমানী বেগমের মেয়ে শিউলি বেগম (৪০)।
ঢাকাসহ বিভিন্ন শহরে বিদ্যুতের খুঁটি ও ওয়ালে বিজ্ঞাপন ‘এখানে প্রেমে ব্যর্থ, ব্যবসায় উন্নতি, ব্যক্তিগতসহ সকল সমস্যার সমাধান করা হয়থ। নিচে দেওয়া একটি মোবাইল নম্বর। সেই সূত্র ধরে প্রভাত নামে এক ব্যক্তি যোগাযোগ করেন। তান্ত্রিকের দেওয়া ঠিকানামতো সাভারের পোড়াবাড়ি অমরপুরে যান।
অনেককে সমস্যা থেকে মুক্তি পেতে তান্ত্রিক ‘গুরু মার কথামতো বিভিন্ন সময় প্রায় চার লাখ টাকা দিয়েছেন।
সময় যায়, সমস্যার সমাধান নেই। তান্ত্রিক ‘গুরু মার কাছে জানতে চাইলে উল্টো হুমকি-ধমকি দেন। পরে তার সমস্যা সমাধানে দুই মহিষ কেনার জন্য আরো সাড়ে তিন লাখ টাকা দাবি করেন। ভুক্তভোগী প্রতারণার বিষয়টি বুঝতে পেরে সাভার মডেল থানায় ১১ মার্চ মামলা দায়ের করেন। সেই মামলায় ভণ্ড তান্ত্রিক ‘গুরু মা ও সহযোগী হিসেবে তার মেয়েকে গ্রেপ্তার করে ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশ।
মঙ্গলবার (০৪ এপ্রিল) দুপুরে গ্রেপ্তার মা-মেয়েকে সাভার থেকে ঢাকা আদালতে পাঠানো হয়েছে। সোমবার রাতে সাভারের পোড়াবাড়ি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
ডিবি পুলিশ জানায়, আসামিরা বেদে সম্প্রদায়ের। বিজ্ঞাপন দেখে কেউ ফোন দিলে তারা প্রতারণার ফাঁদ পেতে মানুষকে ডেকে নিয়ে আসেন। তারপর নানা উপকরণ দিয়ে ধোঁয়া ও তন্ত্র-মন্ত্র পড়ে মানুষকে বোকা বানিয়ে ফেলেন। সুযোগ বুঝে ভুক্তভোগীর কাছ থেকে টাকা বা মূল্যবান জিনিসপত্র দেওয়ার প্রতিশ্রুতি আদায় করে নেন। পরে টাকা হাতিয়ে নেন।
বিএ/