খবর ২৪ঘণ্টা ডেস্ক: সাভারের আশুলিয়ায় ট্রাকচাপায় নারীসহ ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।
আজ শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে ইটখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে মৌসুমী আক্তার (২২) নামে এক পথচারীর নাম জানা গেছে। নিহত অপরজন রিকশাচালক বলে জানা গেছেও তার নাম ঠিকানা জানাতে পারেনি পুলিশ।
আহতরা হলেন- ফরহাদ আলী (২৫), জাহের আলী (৬০) ও চান্দু বিবি (৬৫)। তাদের প্রথমে স্থানীয় নারী ও শিশু স্বাস্ব্য কেন্দ্রে নেয়া হয়। কিন্তু অবস্থা গুরুতর হওয়ায় পরে তাদের ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আব্দুস সালাম জানান, আজ সকালে দ্রুতগতির বালু বোঝাই একটি ট্রাক টঙ্গী-আশুলিয়া-ইপজেড সড়ক দিয়ে আশুলিয়া থেকে বাইপাইলের দিকে যাচ্ছিল। পথে ইটখোলা এলাকায় এসে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি রিকশা ও মৌসুমী নামে এক পথচারীকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই রিকশাচালক মারা যান। এতে গুরুতর আহত হন মৌসুমীসহ চারজন। এ অবস্থায় তাদের নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে নিলে চিকিৎসকরা মৌসুমীকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করা গেলেও এর চালক পালিয়ে গেছে বলেও জানান তিনি।
খবর ২৪ঘণ্টা/ নই