খবর২৪ঘণ্টা ডেস্ক: চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে অনিয়ম, দুর্নীতি ও অবহেলায় জড়িত থাকার অভিযোগে সাবেক ডিআইজি (প্রিজন) পার্থ গোপাল বণিক ও জ্যেষ্ঠ জেল সুপার প্রশান্ত কুমার বণিককে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রবিবার (২৮ জুলাই) তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। পরে পার্থর ধানমন্ডির ভূতের গলির বাসায় অভিযান চালিয়ে বিভিন্ন সময়ে নেওয়া ঘুষের ৮০ লাখ টাকা উদ্ধার হয়।
অভিযানের সময় পার্থর বাসা থেকে পাশের বাসার ছাদে টাকাভর্তি ব্যাগ ফেলে দেওয়া হয় বলে জানান অভিযানের নেতৃত্বে থাকা দুদক পরিচালক মো. ইউসুফ।
খবর২৪ঘণ্টা, জেএন