নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি তাজুল ইসলাম মোহাম্মদ ফারুকের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেন রাজশাহী সিটি কর্পেোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ও রাসিকের সাবেক মেয়র ও এমপি মিজানুর রহমান মিনু। বাদ আছর উপশহরস্থ মরহুমের বাসায় আয়োজিত দোয়া মাহফিলের আয়োজন করা হয়। জানা গেছে, গত বৃহস্পতিবার রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি তাজুল ইসলাম মোহাম্মদ ফারুক মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুতে আজ বাদ আছর
মরহুমের বাসভবনে দোয়া মাহফিলের আয়োজন করে পরিবারের সদস্যরা। এতে অংশ নেন মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। দোয়া মাহফিল শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য নুরুল ইসলাম ঠান্ডু, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, সাংগঠনিক সম্পাদক এ্যাড. আসলাম সরকার, ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন আনার, জেলা যুবলীগের সভাপতি আবু সালেহসহ জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
খবর ২৪ ঘণ্টা/আর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।