রাজশাহীর পুঠিয়ায় সাপের কামড়ে মো. তামিম (৮) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। সে ধোপাপাড়া এলাকার নবি হোসেনের ছেলে ও দ্বিতীয় শেণির ছাত্র।
শনিবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে পুঠিয়ার ধোপাপাড়ায় ঘুমন্ত অবস্থায় বিষধর সাপের কামড়ে তার মৃত্যু হয়।
তামিমের বাবা জানায়, পড়াশোনা করে খাওয়ার পর ঘুমিয়ে পড়ে তামিম। রাত সাড়ে বারোটার দিকে সাপের কামড় খেয়ে চিৎকার করতে থাকে সে। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টাকালে বাড়িতেই মৃত্যু হয় তার।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহরাওয়ার্দী হোসেন বলেন, বিষয়টি শুনছি। তামিমের দাফনের ব্যবস্থা করতে বলা হয়েছে তার পরিবারকে।
বিএ/