খবর২৪ ঘণ্টা, স্পোর্টস, ডেস্ক: ভালো সম্ভাবনা জাগালেও শেষ পর্যন্ত স্কোর বড় করতে পারলো না সানরাইজার্স হায়দ্রাবাদ। আইপিএলে রাজস্থান রয়েলসের বিপক্ষে আসরের ২৮তম ম্যাচে, প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৫১ রান করেছে কেন উইলিয়ামসনের নেতৃত্বে দলটি।
জয়পুরে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে অবশ্য দলীয় ১৭ রানে ধাক্কা খায় হায়দ্রাবাদ। ব্যক্তিগত ৬ রানে শিখর ধাওয়ানকে ফিরিয়ে দেন ক্রিশনাপ্পা গৌতম। তবে আরেক ওপেনার অ্যালেক্স হেলসকে নিয়ে দারুণ ব্যাট করতে থাকেন উইলিয়ামসন।
তাদের ব্যাটে বড় সংগ্রহের সম্ভাবনা জাগে সফরকারী দলটির। কিন্তু ৩৯ বলে ৪৫ রানের সময় বাজে শট খেলে সেই গৌতমের শিকার হন হেলস। পরে ৪৩ বলে ৭টি চার ও ২টি ছক্কায় সর্বোচ্চ ৬৩ করে উইলিয়ামসনও বিদায় নেন।
তাকে ফেরান স্বদেশী নিউজিল্যান্ড স্পিনার ইশ সোধি। এরপর ম্যাচে ফেরে স্বাগতিক রাজস্থান। জোফরা আর্চারের দারুণ এক স্পেলে দ্রুত উইকেট হারায় হায়দ্রাবাদ। ৬ রান করে ব্যর্থতার খাতায় নাম লেখান সাকিব আল হাসান।
আর্চার ৪ ওভারে ২৬ রানের বিনিময়ে ৩টি উইকেট তুলে নেন। গৌতম পান ২ উইকেট।
খবর২৪ঘণ্টা.কম/নজ