1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
সাদিওর হ্যাটট্রিকে কোয়ার্টারে লিভারপুল - খবর ২৪ ঘণ্টা
শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১০:০২ অপরাহ্ন

সাদিওর হ্যাটট্রিকে কোয়ার্টারে লিভারপুল

  • প্রকাশের সময় : বৃস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৮
khobor24ghonta.com

রয়েল খান স্পোর্টস ডেস্ক: চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় দুরন্ত ফর্ম বজায় রাখল লিভারপুল৷ প্রথম পর্বের প্রি-কোয়ার্টারে এফসি পোর্তোকে তাদের ঘরের মাঠে ৫-০ গোলে হারিয়ে শেষ আটের দিকে এক পা বাড়িয়ে রাখল জুরগেন ক্লপের ছেলেরা৷
লিভারপুলের হয়ে হ্যাটট্রিক করেন সাদিও মান৷ চ্যাম্পিয়ন্স লিগে এটি তাঁর প্রথম হ্যাটট্রিক৷ অপর গোল দু’টি আসে সালাহ ও রবার্তোর পা থেকে৷

ম্যাচের ২৫ মিনিটে পোর্তো গোলরক্ষকের ভুলে গোল পেয়ে যান সাদিও৷ তাঁর গড়ানো শট দস্তানাবন্দি করতে গিয়ে দু’পায়ের ফাঁক দিয়ে গলিয়ে বসেন জোস সা৷ ২৯ মিনিটে লিভারপুলের হয়ে দ্বিতীয় গোল করেন সালাহ৷ মিলনারের শট পোস্টে প্রতিহত হয়ে ফেরার সময় সালাহ তা পুনরায় পোর্তোর জালে ঠেলে দেন৷

প্রথমার্ধের খেলা শেষ হয় ২-০ গোলে৷ দ্বিতীয়ার্ধে আরও তিনটি গোল করে লিভারপুল৷ ৫৩ মিনিটে সাদিও নিজের দ্বিতীয় ও ম্যাচে দলের হয়ে তৃতীয় গোল করেন৷ ৬৯ মিনিটে মিলনারের পাস থেকে লিভারপুলের ব্যবধান বাড়িয়ে ৪-০ করেন রবার্তো ফিরমিনো৷ ৮৫ মিনিটে ড্যানি ইঙ্গসের পাস থেকে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন সাদিও৷

চলতি চ্যাম্পিয়ন্স লিগে এখনও পর্যন্ত সর্বাধিক ২৮টি গোল করেছে লিভারপুল৷ ঘরের মাঠে দ্বিতীয় পর্বের প্রি-কোয়ার্টারে আলাদা করে নজর না কাড়লেও লিভারপুলের কাছ থেকে শেষ আটের টিকিট ছিনিয়ে নেওয়া প্রায় অসম্ভব পোর্তোর পক্ষে৷

খবর২৪ঘণ্টা.কম/রখ

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST