খবর২৪ঘণ্টা বিনোদন,ডেস্ক: আন্দোলনে আবার ধাক্কা খেলেন বলিউডের আরেক পরিচালক সাজিদ খান৷ সাজিদের প্রাক্তন অ্যাসিট্যান্ট ডিরেক্টর সালোনী চোপড়ার পর তাঁর বিরুদ্ধে যৌন হেনস্তার গুরুতর অভিযোগ এনেছেন দুই মহিলা৷ এদের মধ্যে একজন অভিনেত্রী এবং অন্যজন সাংবাদিক৷ দুজনেই ট্যুইটারে নিজেদের অভিজ্ঞতার কথা তুলে ধরে৷
সিনিয়র এই সাংবাদিক সাজিদের বিরুদ্ধে অভিযোগ এনে বলেছেন, ২০০০ সালের ঘটনা, যখন আমি সাজিদের ঘরে তাঁর ইন্টারভিউ দেখার জন্য গিয়েছিলাম তখন তিনি অশ্লীল কথা বলতে শুরু করেন৷ তারপর আপত্তিজনক কাজ করতে শুরু করেন৷ সেখান থেকে আমি বেরিয়ে যাওয়া চেষ্টা করলে তিনি জোর করে আমাকে কিস করার চেষ্টা করেন৷
https://twitter.com/redheadchopra
অন্যদিকে, অন্য এক অভিনেত্রী র্যাচেল হোয়াইটের অভিযোগ, সাজিদ তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেছেন৷ তিনি বলেন, হমশকলস ছবির জন্য সাজিদ ফোন করেছিলেন৷ তিনি আমাকে বাড়িতে ডেকে পাঠান৷ আমি বাড়িতে যেতে রাজি না হলে সাজিদ বলেন, চিন্তা করার কিছু নেই, কারণ সাজিদ তাঁর মায়ের সঙ্গে থাকেন, তাঁর মা উপস্থিত থাকবেন সেখানে৷
কিন্তু সাজিদের বাড়িতে যাওয়ার পর তাঁর পরিচারিকা আমাকে সাজিদের বেডরুমে পাঠিয়ে দেয়৷ সাজিদ আমাকে অশ্লীল কথা বলতে শুরু করেন৷ আর এসব বলতে বলতেই সাজিদ হঠাৎই বলেন, কাপড় খুলে ফেলো৷ আমি তাঁর কথা মানতে চাইনি৷ শুদু তাই নয়, পরিচালক আমাকে ৫ মিনিটের মধ্যে তাকে সিডিউস করতেও বলে৷ এই সব দেখে আমি সেখান থেকে বেরিয়ে আসি৷
জেএন