1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
‘সাকিব-তামিম যদি ভুয়া ভুয়া শুনে তাহলে আমাদের মাটির ভেতরে ঢুকে যাওয়া উচিত’ - খবর ২৪ ঘণ্টা
শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ০৬:৪০ পূর্বাহ্ন

‘সাকিব-তামিম যদি ভুয়া ভুয়া শুনে তাহলে আমাদের মাটির ভেতরে ঢুকে যাওয়া উচিত’

  • প্রকাশের সময় : বৃস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪

পুরো বিপিএলে এবার মনোযোগ ছিল সাকিব আল হাসান এবং তামিম ইকবালের ওপরে। নিজেরা মুখোমুখি হলে তো কথাই নেই। বিশ্বকাপের আগে দুজনের বিরোধটাই মনোযোগের মূল কারণ ছিল বিপিএলে। তারই ধারাবাহিকতায় গতকালের দ্বিতীয় কোয়ালিফায়ারের ম্যাচের মনোযোগটাও ছিল তাঁদের দিকে।

দুজনের দ্বন্দ্বের কারণে সামাজিক মাধ্যমে তাঁদের ফ্যানরা একে অপরকে নিয়ে সমালোচনা করার সঙ্গে গ্যালারিতে বসে ম্যাচ দেখার সময় সাকিব-তামিমকে ভুয়া ভুয়া বলে স্লোগান দেন। গতকালও এর ব্যতিক্রম হয়নি।

বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে তামিম-সাকিব মুখোমুখি হওয়ায় ম্যাচ শুরুর আগে তাই সব আলো তাঁদের দিকেই ছিল। তবে আলো জাতীয় দলের সতীর্থদের দিকে থাকলেও ম্যাচ শেষে তা নিজের দিকে নিয়েছেন মুশফিকুর রহিম। অভিজ্ঞ এই ব্যাটার অপরাজিত ৪৭ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে ফরচুন বরিশালকে ফাইনালে তুলেছেন।

রংপুর রাইডার্সকে ৬ উইকেটে হারানোর পর তাই অবধারিতভাবে সংবাদ সম্মেলনে সাকিব-তামিমের বিষয়ে প্রশ্নের উত্তর দিতে হয়েছে মুশফিককে। তারই একটি ছিল সাকিব-তামিমকে মাঠে ভুয়া ভুয়া এবং দুয়োধ্বনি দেওয়া। বিপিএল শুরুর পর থেকেই বাংলাদেশের ক্রিকেটের দুই কিংবদন্তির একজনের ফ্যান আরেকজনকে ভুয়া ভুয়া কিংবা দুয়োধ্বনি দিয়ে আসছিলেন।

সাকিব-তামিমকে নিয়ে সমর্থকদের এমন স্লোগান দেওয়ার বিষয়ে সংবাদ সম্মেলনে মুশফিক বলেছেন, ‘দুজনই বাংলাদেশের কিংবদন্তি ক্রিকেটার। ফাইট তো দূরের কথা তাদের নিয়ে কথা বলাটাই অনৈতিক। তারা বাংলাদেশের জন্য যতটুকু দিয়েছে ইনশা আল্লাহ আরও দেবে যেটা অসমান্তরাল। এমনকি ভুয়া, ভুয়া যারা বলেন বা সাকিব আর তামিম যদি ভুয়া ভুয়া শুনে ভাই, তাহলে তো আমাদের মাটির ভেতরে ঢুকে যাওয়া উচিত।’

কোয়ালিফায়ারের ম্যাচটিতে সাকিব-তামিমের দিকে মনোযোগ থাকায় নিজেদের কাজটা সহজ হয়েছে বলে জানিয়েছেন মুশফিক। বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটার বলেছেন, ‘সত্যি বলছি এ রকম বড় ম্যাচে যদি একজন লাইমলাইটে থাকে তাহলে সবচেয়ে রিলাক্স থাকা যায়। দুজন দুজনের যুদ্ধ করবে আমরা আমাদের খেলা খেলব। সহজ, সত্যি কথা। দুজনই অনেক রিলাক্স ছিল। দুজনই দুজনের মতো ছিল। আর দুজনই জানে তারা দলের জন্য কত বড় অবদান রাখতে পারে।’

জ/ন

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST