খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: মানবতাবিরোধী অপরাধে ফাঁসিপ্রাপ্ত সালাউদ্দিন কাদের চৌধুরীর চট্টগ্রাম শহরের বাড়ি গুডস হিলে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে।
বুধবার (৩০ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। চট্টগ্রাম নগরীর গণি বেকারি মোড় সংলগ্ন গুডস হিল পাহাড়ের ওপর সালাউদ্দিন কাদের চৌধুরীদের বাড়ি। সেখানে সালাউদ্দিন ছাড়াও তার ভাই বিএনপি নেতা গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ও সাইফুদ্দিন কাদের চৌধুরীসহ চার ভাইয়ের এখানে বসবাস।
ওই বাড়ি রক্ষণাবেক্ষণে নিয়োজিত নুরুল ইসলাম বলেন, ‘সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের দিকে ৫০-৬০ জন তরুণ এসে মূল ফটক টপকে বাড়ির ভেতরে ঢুকে পড়ে। এ সময় তারা গার্ডরুম ও তার পাশের অফিস কক্ষে ভাংচুর করে। এরপর উপরে উঠে গ্যারেজে থাকা মাইক্রোবাস, পাজেরো জিপ ও প্রাইভেট কারসহ আটটি গাড়ি ভাংচুর করে। হকিস্টিক ও লাঠি নিয়ে আসা ওই তরুণরা ভাংচুর চালিয়ে চলে যায়।’
এবিষয়ে কোতোয়ালী থানার এসআই বিকাশ শীল বলেন, ‘আমরা এসে এখানে কাউকে পাইনি। আমাদের কাছে কেউ কোনো অভিযোগও করেনি।’
এর আগে বুধবার (৩০ মে) প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে ফাঁসিপ্রাপ্ত সালাউদ্দিন কাদের চৌধুরীর ভাই গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে ফটিকছড়ি থানায় মামলা দায়ের হয়। এরপরেই নগরের বিভিন্ন স্থানে ছাত্রলীগের নেতাকর্মীরা বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস কাদেরের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল কুশপতুল দাহ করেন।
খবর২৪ঘণ্টা.কম/নজ