জাতীয় সংসদে পাস হয়েছে সাইবার নিরাপত্তা বিল-২০২৩।
বুধবার (১৩ সেপ্টেম্বর) জাতীয় সংসদে তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক প্রস্তাবিত আইনটি উত্থাপন করলে কণ্ঠ ভোটে এটি পাস হয়।
এর আগে, গত ৫ সেপ্টেম্বর সাইবার নিরাপত্তা বিল জাতীয় সংসদে পেশ করেন তিনি।
পরে সংসদের কার্যপ্রণালীবিধি অনুযায়ী, বিলটি অধিকতর যাচাই-বাছাইয়ের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। এরপর কমিটি যাচাই-বাছাই শেষে সংসদে তাদের প্রতিবেদন জমা দেয়।
গত ৭ আগস্ট সরকার জানায়, ডিজিটাল নিরাপত্তা আইনকে ‘রূপান্তরথ এবং ‘আধুনিকায়নথ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর নাম হবে সাইবার নিরাপত্তা আইন। যেখানে বিদ্যমান আইনের কিছু ধারা সংশোধন করা হবে।
এরপর গত ২৮ আগস্ট সিএসএর চূড়ান্ত খসড়া অনুমোদন করে মন্ত্রিসভা।
বিএ/