বিনোদন,ডেস্ক: 36-24-36! আওয়ারগ্লাস ফিগার, অর্থাৎ মহিলাদের আইডিয়ল ফিগার বলতে যা বোঝায় ঝুমা বৌদি একেবারে তাই৷ বৌদির এই ফিগারের যাদুতে কাত ঠাকুরপোদের দল। ‘দুপুর ঠাকুরপো’ সিজন টু আসার পর থেকেই ওয়েবের পর্দার পাশাপাশি মোনালিসার সোশ্যাল অ্যাকাউন্টে উঠেছে ঝড়। একের পর এক উত্তেজিত ভিডিও পোস্ট করে চলেছেন ঝুমা বৌদি। যা দেখে রীতিমতো নাজেহাল দশা বৌদির দেওরদের।
সিজন ওয়ানে উমা বৌদির মায়াবী চোখের ইশারা, বাঁকা ঠোঁটের হাসি যে থাবা বসিয়েছে ঠাকুপোদের মনে তা ঝুমা বৌদি বিট করতে পারল কিনা সেটা ভক্তরাই বলতে পারবে৷ মোনালিসা ওয়েব সিরিজে দর্শকদের মনোরঞ্জন করে যাচ্ছেন ঠিকই, তবে পর্দার বাইরেও এন্টারটেন করতে পিছপা হননা অভিনেত্রী৷
সম্প্রতি ইনস্টাগ্রামে পোস্ট করলেন নতুন একটি হট ভিডিও৷ সঙ্গে কিছু ছবিও৷ যেখানে স্টেজের ওপর নেচে চলেছেন মোনালিসা৷ ‘বীরে দি ওয়েডিং’ ছবির ‘তারিফা’ গানে ঠুমকা লাগাচ্ছেন তিনি৷ লাল গাউন পরে দাঁড়িয়ে মোনা৷ হাতে মাইক৷ পিছনে বসে কয়েকজন মিউজিশিয়ান৷ ছবিগুলি আসলে রায়পুরের৷ সেখানে একটি স্পেশ্যাল শো অ্যাটেন্ড করতে গিয়েছিলেন৷ শোয়ের আগে এবং পরে ছবি তুলে পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়৷ কেবল ফোটোশ্যুট নয়, শো চলাকালীন কিছু মুহূর্তের ছবিও আপলোড করেছেন নায়িকা৷
মোনালিসা নিত্যদিনই কিছু কিছু পোস্ট করেন৷ শ্যুটিং ফ্লোরের ছবি হোক বা মেক আপ ভ্যানের৷ সবকিছুর আপডেট ভক্তরা পেয়ে যায় তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলের সুবাদে৷ স্বাভাবিকভাবেই ভিডিও এবং ছবিগুলির কমেন্ট সেকশন ভরেই চলেছে প্রশংসায়৷ অনেকেই সেখানে কমেন্ট করেছেন, “উমা বৌদিকে আর মনে পড়ছে না৷ এখন মন জুড়ে শুধু ঝুমা বৌদি৷”
‘দুপুর ঠাকুরপো’র সিজন ওয়ানে স্বস্তিকা মুখোপাধ্যায় ছিলেন উমা বৌদির চরিত্রে৷ তিনিই এতদিন সকলের হট ফেভারিট বৌদি ছিলেন৷ সিজন টু তে মোনালিসা রিপ্লেস করেন স্বস্তিকাকে৷ প্রথমবার মোনালিসাকে, স্বস্তিকার জায়গায় দেখে তেমন মেনে নিতে পারেননি দর্শক৷ অনেকে এমনও লিখেছেন যে মোনালিসার হটনেস সানি লিওনকেও টপকে গিয়েছে৷
কিন্তু পরের দিকে নিজের হটনেসে ধীরে ধীরে ঘায়েল করতে শুরু করলেন প্রত্যেককে৷ এখন মোনার ফিগারে, হটনেসে শুধু অনস্ক্রিন দেওররা নয়, পর্দার এপারের দেওররাও কুপোকাত৷ ‘তারিফা’ গানে মোনার কোমড় দোলানো এখন ইন্টারনেটের হটকেক৷ মোনালিসা সোশ্যাল সাইটে যাই আপলোড করুক না কেন, সেগুলি ভাইরাল হতে একটুও সময় নেয় না৷ এমনকি রায়পুরের শো শেষ হওয়ার পর ফেরের পথে এয়ারপোর্টের ছবিও আপলোড করেন৷ ছবিতে এয়ারপোর্ট লুকে দেখা গেল তাঁকে৷
খবর২৪ঘণ্টা.কম/জেএন