নিজস্ব প্রতিবেদক :
আনন্দ টিভির সাংবাদিক সুবর্ণা নদীকে নৃশংস হত্যার প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবিতে রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সকালে মহানগরীর জিরো পয়েন্টে মানববন্ধনের আয়োজন করে রাজশাহী টেলিভিশন জার্নালিষ্ট এ্যাসোসিয়েশন। মানববন্ধনে রাজশাহী টেলিভিশন জার্নালিষ্ট এ্যাসোসিয়েশনের সভাপতি আহসান হাবিব অপু’র সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,
টেলিভিশন জার্নালিষ্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মেহেদী হাসান শ্যামল, রাজশাহী মেট্রোপলিটন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, রাজশাহী ফটো জার্নালিষ্ট এ্যাসোসিয়েশনের সভাপতি আসাদুজ্জামান আসাদ ও রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসলাম-উদ-দৌলাসহ রাজশাহীর বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ। মানববন্ধন থেকে সাংবাদিক সুবর্ণা আক্তার নদী’র হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার করে দ্রত বিচার আইনে শাস্তি’র দাবি জানানো হয়।
খবর২৪ঘণ্টা/এমেকে