মফস্বল সাংবাদিকতার পথিকৎ,বাংলাদশ সাংবাদিক সমিতির সাবক সহঃ সভাপতি ও রাজশাহী প্রসক্লাবর সাবক সাধারণ সম্পাদক মঞ্জুরুল হকর ৩১তম মত্যুবার্ষিকী আজ রবিবার (১১ ডিসেম্বর)।
১৯৯১ সালের (১১ ডিসম্বর) ইন্তেকাল করেন তিনি।
সাংবাদিক মঞ্জুরুল হকের মত্যুবার্ষিকী পালন ও এক স্মরণ সভার আয়োজন করেছে রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ। রবিবার (১১ ডিসম্বর) বিকেল ৪টায় নগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট রাজশাহী প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হবে।
এতে সভাপতিত্ব করবেন সংগঠন দুটির সভাপতি সাইদুর রহমান। সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো.. আসলাম-উদ-দৌলার সঞ্চালনায় অনুষ্ঠিতব্য এ স্মরণ সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখবেন মুক্তিযুদ্ধের তথ্য সংগ্রাহক ওয়ালিউর রহমান বাবু, রাজশাহী প্রেসক্লাবের সহঃ সভাপতি আবু সালেহ মোহাম্মদ ফাত্তাহ, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সহঃ সভাপতি সালাউদ্দিন মি্নটু, প্রচার সম্পাদক সাংবাদিক আমানুল্লাহ আমান, সিনিয়র সদস্য মো.. শরিফ উদ্দিন প্রমুখ।
উল্লখ্য, মঞ্জুরুল হক স্কুল জীবনেই সাংবাদিকতা পেশায় সম্পৃক্ত হয়ে আজীবন নিষ্ঠার সঙ্গে কাজ করে গেছেন। সাংবাদিক অঙ্গনে তিনি গুরু ও অনেকের কাছে মামা হিসাবে পরিচিতি পান। তার কাছে অনেকে সাংবাদিকতার হাতেখড়ি। আজাদী, দৈনিক পাকিস্তান (বর্তমান দৈনিক বাংলা), উর্দু সংবাদপত্র জং, জনপদ দৈনিক দেশের সাথে সম্পৃক্ত ছিলেন মঞ্জুরুল হক।
মফস্বলের সাংবাদিকদের দাবী আদায়ে সবসময় সোচ্চার ছিলেন তিনি। ১৯৯১ সালে কতিপয় ব্যক্তির দ্বারা তিনি ও সাংবাদিক সাইদুর রহমান লাঞ্ছিত হন। এরপরে গুরুতর অসুস্থ হয়ে ১১ ডিসম্বর ইন্তেকাল করেন মঞ্জুরুল হক।
বিএ/