1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
সাংবাদিকের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১ - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১:২২ পূর্বাহ্ন

সাংবাদিকের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১

  • প্রকাশের সময় : রবিবার, ২৩ জানুয়ারী, ২০২২

নারায়ণগঞ্জের রূপগঞ্জ কাঞ্চন ব্রিজ এলাকায় যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার আল আমিন হক অহন ও ভিডিও জার্নালিস্ট আহসান উল্লাহ খন্দকারের ওপর হামলা ঘটনায় সৈকত ইসলাম বাবু নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২২ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে রূপগঞ্জ কাঞ্চন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে একই দিন বিকেলে রূপগঞ্জ কাঞ্চন ব্রিজের নিচে সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটে।

হামলার শিকার আল আমিন হক বলেন, বাণিজ্য মেলার খবর সংগ্রহ করে অফিসে ফেরার সময় রূপগঞ্জ ব্রিজের নিচে তীব্র যানজটের মধ্যে তাদের গাড়িতে দুর্বৃত্তরা হামলা করে। এ সময় যমুনা টেলিভিশনের ক্যামেরাও ভাঙচুর করার চেষ্টা করা হয়। প্রতিবাদ করলে আরও কয়েকজন সহযোগী ডেকে আনে অভিযুক্ত হামলাকারী আসলাম। পরে সহযোগীরা মিলে আমাকে মেরে রক্তাক্ত করে। কয়েক দফায় হামলা করে ক্যামেরা ও ভিডিও জার্নালিস্টের ওপর।

তিনি আরও বলেন, আমার ওপরে হামলার ঘটনার বিষয়টি রূপগঞ্জ থানার ওসিকে জানালে তিনি সঙ্গে সঙ্গে অ্যাকশনে যান। এ বিষয়ে আমি বাদী হয়ে একটি মামলাও করেছি।

রূপগঞ্জ থানার ওসি এএফএম ছায়েদ বলেন, ভুক্তভোগী সাংবাদিক থানায় এসে অভিযোগ করার কিছুক্ষণের মধ্যে অভিযুক্ত সৈকত নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
বিএ/

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST