1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
সাংবাদিকেরাই দেশের বিরুদ্ধে ‘লবিস্টের কাজ’ মোমেন - খবর ২৪ ঘণ্টা
শুকরবার, ১০ জানয়ারী ২০২৫, ০৩:৫৩ পূর্বাহ্ন

সাংবাদিকেরাই দেশের বিরুদ্ধে ‘লবিস্টের কাজ’ মোমেন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ ফেব্ুয়ারী, ২০২২

সংবাদকর্মীদের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন।

তিনি বলেছেন, সাংবাদিকেরাই দেশের বিরুদ্ধে ‘লবিস্টের কাজ’ করছেন। এ ছাড়া বিদেশি রাষ্ট্রদূতদের দেশের অভ্যন্তরীণ বিষয়ে জানানো ও জিজ্ঞেস করাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেন তিনি।

সিলেট নগরীর আখালিয়ায় মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।
দেশের বিরুদ্ধে বিএনপি যুক্তরাষ্ট্রে ‘লবিস্ট নিয়োগ’ বিষয়ে সরকারের পদক্ষেপ কী, এমন প্রশ্নে কিছুটা ক্ষুব্ধ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আপনারাই (সাংবাদিকরা) লবিস্টের কাজ করতেছেন, ওদেরকে প্রমোট করতেছেন। দুনিয়ায় কোনো দেশের রেডিও টিভিতে তার দেশের খারাপ বিষয়গুলো এভাবে তুলে ধরা হয় না।

‘এসব নিয়ে বকবক করে না। শুধু বাংলাদেশে আপনারা নিয়োজিত থাকেন। এটা খুব দুঃখজনক।’

নির্বাচন সুষ্ঠু না হলে দেশে বিনিয়োগ বাধাগ্রস্ত হতে পারে, সম্প্রতি যুক্তরাজ্যের রাষ্ট্রদূতের এমন মন্তব্য নিয়ে পররাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘আপনারা মিডিয়া এইগুলো এত বড় করে দেখেন কেন? আপনাদের অ্যাম্বাসডররা যারা বিদেশে আছেন, কিংবা প্রতিবেশী দেশসমূহের রাষ্ট্রদূতেরা যারা বিদেশে আছেন- তাদের কখনো কোনো মিডিয়া জিজ্ঞেস করে সেই দেশের অভ্যন্তরীণ বিষয়ে?

‘আপনারা সব সময় আগ বাড়িয়ে এ সমস্ত জিজ্ঞেস করেন। আপনাদের এ অভ্যাস বন্ধ করা উচিত।’

এ সময় বিএনপির অবস্থান নিয়েও মন্তব্য করেন মন্ত্রী। তিনি বলেন, ‘বিএনপি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ধ্বংস করেছে। তারা জোর করে ক্ষমতায় থাকতে চেয়েছিল। কিন্তু এখন আর সেই সুযোগ নেই। পেছনের দরজা দিয়েও ক্ষমতায় আসার সুযোগ নেই।’

বিএ

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST