নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের নয়া কমিশনার হুমায়ুন কবির, বিপিএম, পিপিএম। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে আরএমপির সদর দপ্তরে এ সভা করেন। সভায় উপস্থিত ছিলেন, আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার সুজায়েত ইসলাম, ডিসি সদর তানভীর হায়দার চৌধুরী, ডিসি বোয়ালিয়া আমির জাফর, ডিসি শাহমখদুম হেমায়েতুল ইসলাম, ডিসি ট্রাফিক অনির্বান চাকমা ও নগর পুলিশের মুখপাত্র এডিসি হেডকোয়ার্টার গোলাম রুহুল কুদ্দুস সহ পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ। সভায় সাংবাদিকরা রাজশাহী
মহানগরের মাদক, ছিনতাই, যানজট, ফুটপাত দখল, অবৈধ স্থাপনাসহ আরো বিবিধ সমস্যা সমাধানের বিষয়ে পুলিশ কমিশনার মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করেন। পুলিশ কমিশনার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সের ঘোষণা করেন। এছাড়া ছিনতাই প্রতিরোধে আরএমপি কতৃক আরো কঠোর পদক্ষেপ গ্রহণের কথা বলেন। যানজট, ফুটপাত দখল এবং অবৈধ স্থাপনা সংক্রান্ত সমস্যাগুলো নিরসনে স্থানীয় প্রশাসনকে সার্বিক সহযোগিতা প্রদান জোরদার করার কথা বলেন। তিনি সাংবাদিকবৃন্দকে সকল ধরনের অপরাধ সম্পর্কে পুলিশকে বস্তুনিষ্ঠ তথ্য দিয়ে সার্বিক সহযোগিতা করার জন্য অনুরোধ করেন। আরএমপি’র সকল ভালকাজে সাংবাদিকবৃন্দের সমর্থন ও সহযোগিতার জন্য আহবান জানান।
আর/এস