পাবনা প্রতিনিধি: পাবনার সাঁথিয়ায় পানিতে ডুবে জমজ দুই ভাই আহাদ ও সামাদ এর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।
মৃত দুই শিশু উপজেলার নন্দনপুর ইউনিয়নের বোয়াইলমারী গ্রামের আলাউদ্দিন আলীর ছেলে। তাদের বয়স আড়াই বছর।
স্থানীয়রা জানান, দুপুরে পরিবারের সবার অজান্তে শিশু দু’টি খেলতে খেলতে বাড়ীর পাশে পুকুরে পানিতে ডুবে তলিয়ে যায়। দুপুর দু’টার দিকে পুকুরের পানিতে ভেসে উঠলে মরদেহ উদ্ধার করে স্বজনরা। জমজ দুই ভাইয়ের এমন মৃত্যর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
সাঁথিয়া থানার (ওসি/তদন্ত) আব্দুল মজিদ পানিতে ডুবে দুই শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
খবর ২৪ঘণ্টা/ নই
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।