খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার পদে ২০ জন কর্মকর্তাকে বদলির আদেশ দিয়েছে পুলিশ সদর দফতর। পুলিশ সদর দফতরের অতিরিক্ত ডিআইজি (পার্সোনেল ম্যানেজমেন্ট-১) হাবিবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে শুক্রবার এ বদলির তথ্য জানানো হয়েছে।
বদলিকৃত কর্মকর্তাদের মধ্যে হবিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. হায়াতুন নবীকে অতিরিক্ত পুলিশ সুপার ইনসার্ভিস ট্রেনিং সেন্টার সুনামগঞ্জে, জয়পুরহাট সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মামুন অর রশিদকে অতিরিক্ত পুলিশ সুপার পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকাতে, ইনসার্ভিস ট্রেনিং সেন্টার ঠাকুরগাঁও এর অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজুর রহমানকে অতিরিক্ত পুলিশ সুপার র্যাবে, রাঙ্গামাটির অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমিন ছিদ্দিকীকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সিএমপি চট্টগ্রামে দেয়া হয়েছে।
এছাড়া মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনকে অতিরিক্ত পুলিশ সুপার পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকাতে, রাঙ্গামাটির অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ারকে অতিরিক্ত পুলিশ সুপার পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকাতে, পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকা(টিআর পদে) অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদারকে অতিরিক্ত পুলিশ সুপার শরীয়তপুরে, সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকারকে অতিরিক্ত পুলিশ সুপার হাইওয়ে পুলিশ গাজীপুরে, ডিএমপি’র সহকারি পুলিশ কমিশনার মো. ওবায়দুর রহমানকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ডিএমপিতে, ডিএমপি’র সহকারি পুলিশ কমিশনার মো. আদিবুল ইসলামকে অতিরিক্ত পুলিশ সুপার রেলওয়ে পুলিশে, ৮ম এপিবিএন ঢাকার সহকারি পুলিশ সুপার মোহাম্মদ আফতাব উদ্দিনকে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল খাগড়াছড়িতে, গোপালপুর সার্কেল টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আহাদুজ্জামান মিয়াকে অতিরিক্ত পুলিশ সুপার টাঙ্গাইলে, টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খানকে অতিরিক্ত পুলিশ সুপার গোপালগঞ্জে, র্যাবের অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসান মোস্তফা স্বপনকে অতিরিক্ত পুলিশ সুপার মঠবাড়ীয়া সার্কেল পিরোজপুরে, কক্সবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. গোলাম রুহুল কুদ্দুসকে অতিরিক্ত উপ- পুলিশ কমিশনার আরএমপি রাজশাহীতে দেয়া হয়েছে।
র্যাবের অতিরিক্ত পুলিশ সুপার বসু দত্ত চাকমাকে অতিরিক্ত পুলিশ সুপার পিবিআই ঢাকাতে, ডিএমপি’র সিনিয়র সহকারি পুলিশ কমিশনার মো. ইকবাল হোছাইন পিপিএমকে অতিরিক্ত পুলিশ সুপার নবাবগঞ্জ সার্কেলে, চাঁপাইনবাবগঞ্জ, শিল্পাঞ্চল পুলিশ ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রবিউল হোসেন ভূইয়াকে অতিরিক্ত পুলিশ সুপার এসবি ঢাকাতে, চট্টগ্রামের সহকারি পুলিশ কমিশনার অলক বিশ্বাসকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সিএমপিতে, ও পিবিআই ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার ফজলুর রহমানকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ডিএমপিতে বদলি করা হয়েছে।
খবর২৪ঘণ্টা.কম/রখ