খবর২৪ঘণ্টা ডেস্ক: সরকারের নির্দেশেই নির্বাচন কমিশন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল করেছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রোববার বেলা সাড়ে ১১ টার দিকে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
রিজভী বলেন, খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল শুনানির পর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে গিয়ে সতর্ক করে দিয়ে এসেছেন। জাহাঙ্গীন কবির নানক চলে আসার কিছু সময় পরই বেগম জিয়ার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে নির্বাচন কমিশন।
তিনি বলেন, বেগম খালেদা জিয়ার বৈধ মনোনয়নপত্রকে সরকারের নির্দেশে বাতিল করেছে নির্বাচন কমিশন।
খবর২৪ঘণ্টা, জেএন