নিজস্ব প্রতিবেদক : সরকারী স্কুলে লটারির পরিবর্তে লিখিত পরীক্ষার মাধ্যমে ভর্তি নেওয়ার দাবিতে নেয়ার দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছে অভিভাবকবৃন্দ। আজ মঙ্গলবার দুপুর ১২ টার দিকে নগরীর বর্নালীর মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে রাজশাহী জেলা প্রশাসক এর মাধ্যমে শিক্ষামন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেন, রাজশাহী মহানগরীর অভিভাবকগণ। অভিভাবকদের মধ্যে আবু সাঈদ, সোনিয়া, রোজি, পলি, নাজমা রহমান, সাবিয়া হক, বুবী ও জলি বক্তব্যে বলেন, করোনা ভাইরাসের কারণে শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত যুক্তিযুক্ত। তবে স্বাস্থ্যবিধি
মেনেও ভর্তি পরীক্ষা নেয়া সম্ভব বলে তারা মনে করেন। ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি না করলে মেধাবীরা আড়ালে পড়ে যেতে পারে। এতে করে ভবিষ্যতে দেশ মেধাশূন্য হতে পারে বলে উল্লেখ করেন তারা। তারা আরো বলেন, গত বছরগুলোতে রাজশাহী মহানগরীর স্কুলগুলোতে সুনামের সাথে লিখিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে হয়েছে। এই লিখিত ভর্তি পরীক্ষা খুব স্বচ্ছতার সাথে রাজশাহী জেলা প্রশাসক সম্পূর্ণ করেছেন। এর ফলে অনেক মেধাবী শিক্ষার্থী একটা ভালো স্কুলে পড়ালেখা করার সুযোগ পেয়েছে বলে দাবী করেন বক্তারা। এই অবস্থায় মেধাবী
শিক্ষার্থীদের কথা চিন্তা করে লটারীর মাধ্যমে মেধার মূল্যায়ন না করে লিখিত ভর্তি পরীক্ষার মাধ্যমে মেধার মূল্যায়ন করতে মানববন্ধনে উপস্থিত সকল অভিভাবক শিক্ষামন্ত্রীর নিকট অনুরোধ করেন। উল্লেখ্য, এ বছর সরকারী স্কুলে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে ভর্তির জন্য পরীক্ষা না নিয়ে লটারীর মাধ্যমে ভর্তি করার সিদ্ধান্ত গ্রহণ করেছে শিক্ষা মন্ত্রণালয়।
এস/আর