নিজস্ব প্রতিবেদক :
তিন দফা দাবিতে সরকারি কলেজের কর্মরত বেসরকারি কর্মচারীরা রাজশাহী মহানগরীতে মানববন্ধন করেছে। মঙ্গলবার সকালে নগরীর সাহেব বাজার জিরোপয়েন্টে এ মানববন্ধন করা হয়।
তিন দফা দাবিগুলোর মধ্যে রয়েছে, সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োজিত বেসরকারী কর্মচারীদের নিয়োগের তারিখ হতে চাকরি সরকারি করণের ব্যবস্থা গ্রহণ, সরকারিকরণের পূর্ব পর্যন্ত সরকারি স্কেল অনুযায়ী বেতন ভাতা প্রদান ও প্রতিটি সরকারি কলেজের প্রধানের নিকট বেসরকারি কর্মচারীদের জাতীয় করণের ক্ষমতা দিতে হবে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, রাজশাহী কলেজের বেসরকারি কর্মচারী ইউনিয়নের সভাপতি আবুল কালাম আজাদ, সহসভাপতি বদিউজ্জামান, সাধারণ সম্পাদক এহাসানুল কবির ইমন, দফতর সম্পাদক আবদুল মোতালেব, উপদেষ্টা আলফাজ, রাজশাহী নিউ গভঃ ডিগ্রী কলেজের সভাপতি শরিফুল ইসলাম সুইট, সাংগঠনিক সম্পাদক জয়নুল আবেদীন প্রমূখ।
খবর২৪ঘণ্টা/এমকে