খবর২৪ঘন্টা ডেস্কঃ
বিনিয়োগ ও উন্নয়ন এবং নিরাপত্তা সংক্রান্ত দুটি আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিয়ে সুইজারল্যান্ডের জেনিভা থেকে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। পাঁচ দিনের সফর শেষে শনিবার সকাল সোয়া ৮টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকা পৌঁছান।
এ সময় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন, ডিপ্লোম্যাটিক কোরের ডিন ভ্যাটিকানের রাষ্ট্রদূত জর্জ কোচেরি বিমানবন্দরে রাষ্ট্রপতিকে স্বাগত জানান।
গত ২১শে অক্টোবর রাতে ঢাকা থেকে রওনা হয়ে পরদিন জেনিভায় পৌঁছান রাষ্ট্রপতি। ২৩শে অক্টোবর তিনি জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থার (আঙ্কটাড) বিশ্ব বিনিয়োগ সম্মেলনে বক্তব্য দেন। এরপর ২৪শে অক্টোবর ক্রানস মনটানা ফোরাম আয়োজিত ‘হোমল্যান্ড অ্যান্ড গ্লোবাল সিকিউরিটি ফোরামের’ ২০তম সম্মেলনে যোগ দেন রাষ্ট্রপতি।
খবর২৪ঘন্টা / সিহাব