1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলেন আইজিপি - খবর ২৪ ঘণ্টা
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ০১:৩৬ অপরাহ্ন

সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলেন আইজিপি

  • প্রকাশের সময় : সোমবার, ১৮ জুন, ২০১৮

খবর২৪ঘণ্টা ডেস্ক: পুলিশ প্রধানদের একটি সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাত্রা করেছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। আজ সোমবার রাতে তিনি ঢাকা ত্যাগ করেন।

পুলিশ সদর দপ্তর থেকে জানানো হয়,আগামী ২০-২১ জুন নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত হবে  ‘ইউনাইটেড নেশনস চিফ অব পুলিশ সামিট’। জাতিসংঘ মহাসচিব এন্তেনিও গুতেরেস এ সম্মেলন উদ্বোধন করবেন।

সম্মেলনে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের চ্যালেঞ্জ এবং জাতিসংঘ পুলিশের ভূমিকা;  বিরোধ মোকাবিলা এবং শান্তি বজায় রাখার ক্ষেত্রে জাতিসংঘ পুলিশের ভূমিকা ইত্যাদি বিষয়ে বিশদ আলোচনা করা হবে। এছাড়া সম্মেলনে সংঘবদ্ধ অপরাধ, সহিংসতা, সন্ত্রাসবাদ এবং উগ্রবাদ ইত্যাদি বিষয়ে আলোচনা হবে।

আইজিপি জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ পুলিশের গুরুত্বপূর্ণ ভূমিকা এবং অনন্য অবদান সম্পর্কে বক্তব্য রাখবেন। এবারের সম্মেলনে জাতিসংঘের ১৯৩টি সদস্য দেশের পুলিশ প্রধান এবং আন্তর্জাতিক বিশেষজ্ঞগণ অংশগ্রহণ করবেন।

বাংলাদেশ পুলিশ প্রধান সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি জাতিসংঘ মহাসচিব, পুলিশ অ্যাডভাইজার, জাতিসংঘের ‘ডিপার্টমেন্ট অব পিসকিপিং অপারেশনস’-এর আন্ডার সেক্রেটারি জেনারেলের সঙ্গে সাক্ষাত করবেন। এ ছাড়া তিনি সম্মেলনে অংশগ্রহণকারী বিভিন্ন দেশের পুলিশ প্রধানদের সঙ্গে পারস্পারিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করবেন।

খবর২৪ঘণ্টা.কম/নজ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team