খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: প্রেম ও যৌনতার মধ্যে বৈরিতা থাকা উচিত নয়৷ কিন্তু কখনও কখনও যৌনতার কাছে হেরে যায় প্রেম৷ অনেক সময় শারীরিক মিলন এমন এক জায়গায় এসে পৌঁছয়, যেখানে প্রেমের কোনও স্থান নেই৷ শারীরিক সম্পর্কই সেখানে প্রথম ও প্রধান হয়ে ওঠে৷ অনেক সময় যৌনতার উপর ভিত্তি করেই টিকে থাকে সম্পর্ক৷
অনেকসময় বোঝাই যায় না প্রেম কোথা থেকে কীভাবে পালাল৷ কিন্তু কামের ফাঁদের পড়ে প্রেমের মৃত্যু ঘটে৷ যখন দুজন মানুষের মধ্যে ভালোবাসা থাকে, তারা শারীরিকভাবে মিলিত হয়৷ তবে মিলিত হওয়ার পর যদি নিজেকে শূন্যতা আঁকড়ে ধরে, তাহলে কিন্তু সাবধান৷ এর অনেক সময়ই এর উত্তর খুঁজে পাওয়া যায় না৷ প্রেম রয়েছে, শারীরিক মিলনও হল৷ কিন্তু তাও কেন এই শূন্যতা? এমন হলে কিন্তু প্রেম সরে যেতে শুরু করেছে৷ আপনার পার্টনারের সঙ্গে আপনার সম্পর্ক টিকে রয়েছে শুধু সেক্সের জেরে৷ সমস্যা কোনদিকে, আপনার না আপনার পার্টনারের, তা আপনাকেই খুঁজে বের করতে হবে৷ তবে বেশিরভাগ ক্ষেত্রে একদিকের মানুষ শূন্যতা বোধ করে উলটোদিকের মানুষের জন্যই৷
একে অপরকে ভালোবাসেন? সে তো খুব ভালো কথা৷ কিন্তু আপনাদের মধ্যে বন্ধুত্বও রয়েছে তো? মুখে শুধু “ভালোবাসি” বললেই চলে না৷ একে অপরের ভালো-মন্দ, সুখ-দুঃখ সব শেয়ার করতে হয়৷ তবেই তো ভালো বন্ধুত্ব গড়ে ওঠে৷ প্রেমও পোক্ত হয়৷ কিন্তু প্রেম যদি শুধু মৌখিক হয় বা জোর করে বন্ধুত্বের চেষ্টা হয়, তাহলে কিন্তু গলদ৷
আপনি যখন খুব ইমোশনাল হয়ে যান, পার্টনারকে পাশে পান? তিনি কি ততটাই মন দিয়ে আপনার কথা শোনেন যতটা মন দিয়ে বিছানায় মিলিত হন? এমন হলে অসুবিধা নেই৷ কিন্তু যদি না হয়, যদি ইমোশনাল দিক থেকে শান্তি পেতে আপনাকে অন্য কোনও বন্ধুর স্মরণাপন্ন হতে হয়, তাহলে এদিকে নজর দিন৷ হয়তো আপনাদের সম্পর্ক শুধু শরীরের উপরেই টিকে রয়েছে৷ আপনার পার্টনার হয়তো আপনাকে শুধু শারীরিক চাহিদা মেটাতেই ‘ব্যবহার’ করছেন৷
দিনের বেশিরভাগ সময়টাই বেডরুমে কাটান? সপ্তাহ শেষেও? বা আপনারা এমন কোথাও ঘুরতে যান যেখানে বেশিরভাগ সময়টা বেডরুমে কাটাতে হয়? এটা কিন্তু ভালো লক্ষণ নয়৷ শুধরে নিন৷ শুধু বিছানার মধ্যেই গোটা পৃথিবীটা আটকে নেই৷ শরীরে শরীরে মিলন জীবনের একটা অংশ৷ সম্পূর্ণ জীবন নয়৷ এমন হলে প্রেম চলে যেতে বাধ্য৷ শুধু শরীরের খেলাই রয়ে যাবে৷
যখন সেক্স করেন, তার আগে কি শুধু আপনার পার্টনার আপনার প্রতি মনোযোগ দেন? এমন হওয়া কিন্তু কখনই কাম্য নয়৷ যখন একে অপরকে ভালোবাসেন, মনোযোগ সবসময়ই থাকা উচিত৷ কচিৎ কদাচিৎ নয়৷ কিন্তু যদি হয়, তাহলে নিশ্চিত হয়ে যান, আপনাদের সম্পর্ক শুধু শরীরের৷ মনের নয়৷
খবর২৪ঘণ্টা.কম/রখ