সংবাদ বিজ্ঞপ্তি :
আগামী ৯ নভেম্বর রাজশাহী মহানগরীতে জাতীয় ঐক্য ফ্রন্টের মহাসমাবেশের স্থান নির্ধারণ চুড়ান্ত করতে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার- বিপিএম এর নিকট যান রাজশাহী বিএনপি নেতৃবৃন্দ। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা, সাবেক মেয়র ও সংসদ সদস্য জননেতা মিজানুর রহমান মিনু নেতৃত্বে এসময়ে তাঁর সঙ্গে ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট শাহিন শওকত খালেদ, বিএনপি কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, মহানগর বিএনপি’র সভাপতি ও সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, বিএনপি কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও মহানগর বিএনপি’র
সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শফিকুল হক মিলন, বোয়ালিয়া থানা বিএনপি’র সভাপতি সাইদুর রহামান পিন্টু, রাজপাড়া থানা বিএনপি’র সভাপতি শওকত আলী ও মহানগর যুবদলের সাবেক সভাপতি ওয়ালিউল হক রানাসহ অন্যান্য নেতৃবৃন্দ। স্থান চুড়ান্ত বিষয়ে জানাতে চাইলে বিএনপি নেতা মিনু বলেন, এখনো স্থান চুড়ান্ত হয়নি। তবে ৯ তারিখেই মহাসমাবেশ যথাসময়ে অনুষ্ঠিত হবে বলে তিনি উল্লেখ করেন। তিনি আরো বলেন, মাদ্রাসা মাঠ না হলেও অন্যকোন বড় স্থানে সমাবেশ হবে। তিনি নেতাকর্মীদের সকল প্রকার প্রস্তুতি নেওয়ার জন্য পরামর্শ প্রদান করেন। সেই সাথে যেখানেই সমাবেশ হোক সেখানেই সময়মত সকল বিএনপি নেতাকর্মী, সমর্থক ও সাধারণ ভোটারদের নিয়ে নেতৃবৃন্দদের সমাবেশ স্থলে উপস্থিত হওয়ার আহবান জানান তিনি।
খবর ২৪ঘণ্টা/এমকে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।