1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
‘সব্যসাচী’ যখন সুশান্ত সিং - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ২ ডিসেম্বর ২০২৪, ১১:৪২ পূর্বাহ্ন

‘সব্যসাচী’ যখন সুশান্ত সিং

  • প্রকাশের সময় : বৃস্পতিবার, ২৪ মে, ২০১৮

খবর২৪ঘণ্টা.বিনোদন,ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় আর পাঁচটা সেলিব্রিটির মতো সুশান্ত সিং রাজপুতও বেশ সক্রিয়৷ কিন্তু হঠাৎ কেন ব্যতিক্রম হয়ে উঠলেন অভিনেতা? সম্প্রতি তাঁর সোশ্যাল মিডিয়া থেকে উধাও বেশীরভাগ ছবি৷ বর্তমানে যা দাঁড়িয়েছে ৭ টি পোস্ট ও ৩ টি ভিডিও-তে৷ তবে এই পোস্টের মধ্যেই ধরা পড়ল তাঁর এক অভিনব কীর্তি৷ যেখানে দেখা যায় ডান বাম দুহাতেই লিখতে সাবলীল অভিনেতা৷

থ্রি-ইডিয়টস সিনেমায় ভাইরাসকে চেনেন নিশ্চয়৷ তাঁর আর পাঁচটা গুনের মধ্যে ‘অ্যাম্বিডেক্সট্রস’ ছিল অন্যতম৷ যার মানে দুহাত দিয়ে একসঙ্গে লেখা৷ সেই অভিনব গুনটি রয়েছে অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মধ্যেও৷ তিনিও পাড়েন দুহাতে লিখতে৷ সম্প্রতি এমনই একটি ভিডিও পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়৷ তিনি লিখছেন ‘কোন কিছুই অসম্ভব নয়’৷

তাঁর এই গুনটি তিনি কোন সিনেমার জন্য প্রয়োগ করতে চাইছেন, নাকি এমনিই এটা করেছেন তা এখন রহস্যই৷ যদিও বলা বাহুল্য এরকম একটি ইউনিক শখ বলিপাড়ায় এই প্রথম৷ অন্যদিকে আবার আরেকটি ভিডিওতে দেখে যায় তিনি আর্চারি শিখতে ব্যস্ত৷

চলতি বছর মুক্তি পেতে চলেছে তাঁর ‘সোনচিড়িয়া’ নামে একটি সিনেমা৷ ছবিটিতে তিনি একজন ডাকাত সর্দারের চরিত্রে অভিনয় করতে চলেছেন৷ তাঁর বিপরীতে নায়িকা চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী ভূমি পেডনেকার৷ অন্যদিকে আবার করণ জোহার প্রযোজিত ‘ড্রাইভ’ ছবিরও শ্যুটিং চলছে৷ সেখানে আবার সুশান্তের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে বলিডিভা জ্যাকলিন ফার্নান্ডেজ৷ পাশাপাশি আবার গার্লফ্রেন্ড কৃতী শ্যননের বোন নুপুর শ্যননের ডেবিউ সিনেমায় মুখ্যচরিত্রে অভিনয় করবেন ইনিই৷ ছবিটি মুক্তি পাবে ২০১৯-এ৷

খবর২৪ঘণ্টা.কম/জন

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST