1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
সবার নজর এড়িয়ে বিয়ে সারলেন দেব! - খবর ২৪ ঘণ্টা
বধবার, ০৮ জানয়ারী ২০২৫, ১২:৩৪ অপরাহ্ন

সবার নজর এড়িয়ে বিয়ে সারলেন দেব!

  • প্রকাশের সময় : সোমবার, ২ এপ্রিল, ২০১৮
khobor24ghonta.com

খবর২৪ঘণ্টা.বিনোদন,ডেস্ক: এই মুহূর্তের সবথেকে বড় খবর৷বিরাট-অনুষ্কা মতোই চুপিসারে বিয়ে সাড়লেন টলিপাড়ার এই হট জুটি৷ পরপর দুটি ছবি দিয়েই দর্শকদের মোহিত করেছিলেন এই জুটিটি৷মুক্তির অপেক্ষায় আরও একটি ছবি, তবে তার আগেই সবার চোখের আড়ালে সেরে ফেললেন বিয়ে৷ বুঝতে পেরেছেন কাদের নিয়ে কথা হচ্ছে?

হ্যাঁ হয়তো ঠিকই ধরেছেন, কথা হচ্ছে দেব এবং রুক্মীনিকে নিয়ে৷তাদের আগামী ছবি‘কবীর’ মুক্তির অপেক্ষায়৷ তার আগেই সাত পাকে বাঁধা পড়লেন রিয়েল লাইফের এই হট ফেবারিট জুটি৷যদিও অনেকদিন আগেই বাগদান সেরে ফেলেন এই জুটি, তা তো সকলেই জানেন৷ তবে তারা যে এরকমভাবে সকলকে চমক দেবেন তা কিন্তু কেউ ভাবতে পারেননি৷ শোনা যাচ্ছে তারা নাকি বিয়ে করেছেন উজবেকিস্থানে গিয়ে৷

যদিও সকলেই হয়তো জানতেন তারা উজবেকিস্থান যাচ্ছেন তাদের নতুন ছবির লোকেশন রেইকি করতে৷কিন্তু সেখানে গিয়ে যে দেব-রুক্মীনি বিয়ে সারবে একথা কিন্তু কেউই কল্পনা করেননি৷ সূত্রের খবর, বিয়ের সেরে কলকাতায় ফিরে করবেন গ্রান্ড রিশেপশন৷ থাকবে গোটা টলিপাড়া৷

কি? কেমন লাগল খবরটা শুনে? কেউ প্রত্যাশা করতে পেরেছিলেন এমনটাও হতে পারে? যদিও এমন ভাবাটা অনেকের কাছে স্বাভাবিক, কারন তারা রিয়েল লাইফেও প্রেম করছেন ফলে সকলেই হয়তো ভাবতে পারেন এরকম কিছু হওয়াটা স্বাভাবিক৷ কিন্তু সত্যি কথা বলতে আজ যে এপ্রিল ফুল, ফলে এরকম একটা বোম পড়টা যে স্বাভাবিক৷ আসল খবর হল যে এই জুটি এখনই বিয়ের পিড়িতে বসছেন না৷এবং কবে বসছেন তা তাদের ব্যক্তিগত ব্যাপার৷

এছাড়াও সবথেকে বড় বিষয় যে তারা উজবেকিস্থানে যাননি৷ আসলে সকলেই হয়তো জানতেন যে ‘হইচই আনলিমিটেড’ লোকেশন রেইকি করার জন্য দেব এবং পরিচালক অনিকেত চট্টোপাধ্যায়ের যাওয়ার কথা ছিল উজবেকিস্থানে৷ কিন্তু সূত্রের খবর, এখনই তারা যাচ্ছেন না সেখানে৷ ফলে দেব-রুক্মীনি সহ গোটা টিমটাই রয়েছেন কলকাতায়৷

খবরটি যে পুরোপুরি মিথ্যে তা শুনে নিশ্চয় অনেকের মন ভেঙে যেতে পারে৷ কিন্তু কি আর করা যাবে, ফুল ফুটুক আর নাই বা ফুটুক আজ যে এপ্রিল ‘ফুল’৷ সকাল সকাল ভেবেচিন্তে বোকা বানানোর থেকে হঠাৎ করে বোকা বানানোর কিন্তু মজাটাই আলাদা৷ যাই হোক এই খবর কাউকে আঘাত করার জন্যে নয়। শুধুমাত্র আজকের দিনটিকে মাথায় রেখেই এই প্রতিবেদন… SRY

১৩ই মুক্তি পেতে চলেছে দেব-রুক্মীনি অভিনীত এবং অনিকেত বন্দোপাধ্যায় পরিচালিত ছবি ‘কবীর’৷ছবিতে একেবারে অন্যরকমভাবে দেব ভক্তরা পেতে চলেছেন তাদের নায়ককে৷

খবর২৪ঘণ্টা.কম/রখ

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST