1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
সবাইকে বৃক্ষরোপণের আহ্বান রাসিক মেয়রের - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১১:১৮ অপরাহ্ন

সবাইকে বৃক্ষরোপণের আহ্বান রাসিক মেয়রের

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ মে, ২০১৯

নিজস্ব প্রতিবেদক :
সবাইকে নিজ নিজ জায়গায় বৃক্ষরোপণের আহ্বান জানিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। আজ মঙ্গলবার দুপুর ১২টা থেকে আড়াইটা পর্যন্ত নগরভবনের সিটি হলরুমে এক মতবিনিময় সভায় এ আহ্বান জানান মেয়র। মহানগরীকে সবুজায়নের লক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে রাজশাহী সিটি কর্পোরেশন এলাকার সকল স্কুল, কলেজ, মাদ্রাসার অধ্যক্ষ ও শিক্ষকবৃন্দ এবং সরকারি কর্মকর্তাদের সাথে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, মহানগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আঙিনা ও আশপাশে, সড়কের দুধারে, ট্রেন লাইনের দুইপাশেসহ অন্যান্য স্থানেও অনেক

ফাঁকা জায়গা আছে। সেগুলোতে অনেক গাছ লাগানোর সুযোগ রয়েছে। বেশি বেশি গাছ লাগানো হলে পরিবেশ ভালো থাকবে, শহরের উষ্ণতা কমবে, শহর আরো সবুজ হবে।
মেয়র আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি বাড়িতে বনজ, ফলজ ও ওষুধী গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন। আমাদের একসাথে কাজ করতে হবে। সবার অংশীদারিত্বের ভিত্তিতে গাছ লাগানো হবে। এরআগে প্রথমবার স্কুল-কলেজকে গাছের চারা প্রদান করেছিলাম। এবারো প্রদান করা হবে। কোথায় কোন গাছ লাগানো যাবে- এমন একটি প্ল্যান তৈরি করা হবে। প্রয়োজনে প্রকল্প তৈরি করা হবে। নগরীতে অনেক গাছ লাগতে চাই, কোথাও কোন ফাঁকা জায়গা রাখবো না।
পরিবেশ উন্নয়ন স্থায়ী কমিটির চেয়ারম্যান ও ২২ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হামিদ সরকারের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য এবং বৃক্ষরোপণ সংক্রান্ত ছবি সম্বলিত তথ্য-উপাত্ত উপস্থাপন করেন

প্রধান প্রকৌশলী আশরাফুল হক। আরো বক্তব্য দেন প্যানেল মেয়র-১ ও ১২ নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, প্রধান নির্বাহী কর্মকর্তা শাওগাতুল আলম, বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের প্রধান প্রকৌশলী আফজাল হোসেন, রাজশাহী পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মামুনুর রশিদ।
এ সময় সিটি কর্পোরেশনের ২১নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযিম, পরিবেশ উন্নয়ন স্থায়ী কমিটির সদস্য ও সংরক্ষিত ওয়ার্ড-৮ কাউন্সিলর নাদিরা বেগম, ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ৭ নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতি, ২০ নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম

সরকারসহ মহানগরীর বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসার অধ্যক্ষ ও শিক্ষকবৃন্দ। সভায় উপস্থিত শিক্ষকবৃন্দ পরিকল্পিতভাবে বৃক্ষরোপণের পাশাপাশি যথাযথ পরিচর্যা, বাসবাড়ির ও স্কুল ও কলেজের ছাদে বাগান তৈরি, পারস্পারিক সহযোগিতা প্রদান, শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্বুদ্ধকরণ, অর্কিড গাছ লাগানোসহ বিভিন্ন পরামর্শ দেন এবং সহযোগিতা কামনা করেন। মেয়র খায়রুজ্জামান লিটন পরামর্শগুলো গ্রহণ করেন এবং এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

আর/এস

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST