খবর২৪ঘন্টা বিনোদন ডেস্ক : রয়টার্স রিয়েলিটি টিভি তারকা কিম কার্দাশিয়ানের ভক্তদের জন্য খারাপ খবরই বটে। কেননা, তাঁদের প্রিয় কার্দাশিয়ান একরকম তকমাই পেয়ে গেছেন ‘সবচেয়ে ভয়ংকর’ তারকা হিসেবে। ২০১৮ সালে যুক্তরাজ্যে অনলাইন থেকে ‘মোস্ট ডেনজারাস সেলিব্রেটি’ হিসেবে তাঁকে সার্চ (অনুসন্ধান) করা হয়েছে। আর এতেই ‘সবচেয়ে ভয়ংকর তারকা’র তকমা লেগে যায় তাঁর নামের সঙ্গে।
ডেইলি মেইলের খবরে বলা হয়, ঝুঁকিপূর্ণ তারকাদের বার্ষিক তালিকায় কণ্ঠশিল্পী ক্রেগ ডেভিড স্থান দখল করেছেন আমেরিকান টিভি ব্যক্তিত্ব কার্দাশিয়ান। তাঁর পরের শীর্ষ অবস্থানে রয়েছেন আমেরিকান কণ্ঠশিল্পী ব্রিটনি স্পেয়ার্স, অভিনেত্রী ইমমা রোবার্টস ও ইংলিশ মডেল ফার্ন ম্যাককান। এ ছাড়া এই তালিকায় কিমের বড় বোন কর্নি কার্দাশিয়ানেরও নাম রয়েছে।
আপত্তিকর ওয়েবসাইটে কিম কার্দাশিয়ানের নাম কতবার সার্চ করা হয়েছে, তা হিসাব রেখেছে সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ম্যাকাফি। প্রতিষ্ঠানটি বলছে, আপত্তিকর ওয়েবসাইটে দাপুটে অবস্থানে থাকা তারকাদের লিঙ্কে ক্লিক করতে ইন্টারনেট ব্যবহারকারীদের প্রলুব্ধ করে সাইবার অপরাধীরা। আর এসব সাইট ব্যবহারে ভাইরাস (ম্যালওয়ার) ইনস্টল করা অথবা ব্যক্তিগত তথ্য ও পাসওয়ার্ড হাতিয়ে নেয় তাঁরা।
ম্যাকাফির ফেলো ও প্রধান বিজ্ঞানী রাজ সামানি বলেন, ‘দ্রুতগামী বিশ্বে আমরা বাস করি, যা পপ সংস্কৃতি ও সামাজিক যোগাযোগমাধ্যম দিয়ে প্রভাবিত। যেখানে বিভিন্ন ডিভাইসের মাধ্যমে বিনোদন উপভোগের অপার সুযোগ আছে।’
খবর২৪ঘণ্টা / সিহাব