1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
সপ্তম প্রজন্মের নতুন ল্যাপটপ আনলো ওয়ালটন - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:৫৭ অপরাহ্ন

সপ্তম প্রজন্মের নতুন ল্যাপটপ আনলো ওয়ালটন

  • প্রকাশের সময় : রবিবার, ২৬ নভেম্বর, ২০১৭

খবর২৪ঘণ্টা.কম,ডেস্ক: সপ্তম প্রজন্মের নতুন ল্যাপটপ এনেছে ওয়ালটন। ১৫.৬ ইঞ্চির এইচডি ডিসপ্লের ল্যাপটপের মডেল ডচ১৫৭ট৫এ।
প্যাশন সিরিজের এই ল্যাপটপে ব্যবহৃত হয়েছে ২.৫ গিগাহার্জ গতির ইন্টেল কোর আই ফাইভ ৭২০০ইউ প্রসেসর। সঙ্গে রয়েছে ৪ গিগাবাইট ডিডিআর৪ র‌্যাম, বিল্টইন ইন্টেল এইচডি গ্রাফিক্স ৬২০ এবং ১ টেরাবাইট হার্ডডিক্স ড্রাইভ।

ধূসর (গ্রে) রঙের ল্যাপটপটির দাম ৪৩ হাজার ৯৫০ টাকা। এই ল্যাপটপে থাকছে ২ বছরের ফ্রি বিক্রয়োত্তর সেবা।

ওয়ালটনের কম্পিউটার প্রজেক্ট ইনচার্জ মো. লিয়াকত আলী জানান, গত জুন মাসে ইন্টেলের সপ্তম জেনারেশনের প্রসেসরযুক্ত প্রথম ল্যাপটপ বাজারে ছাড়ে ওয়ালটন। যার মডেল ডচ১৫৭ট৩এ। ৩৫,৫৫০ টাকা মূল্যের কোর আই থ্রি প্রসেসরের ওই ল্যাপটপ ক্রেতাদের মাঝে ব্যাপক সাড়া ফেলে। ক্রেতা চাহিদার কথা বিবেচনা করে এবার একই কনফিগারেশনের কোর আই ফাইভ প্রসেসরযুক্ত ল্যাপটপ বাজারে ছাড়া হয়েছে।

এই ল্যাপটপে মাল্টি-ল্যাংগুয়েজ এ ফোর সাইজ কিবোর্ডে স্ট্যান্ডার্ড ইংরেজির পাশাপাশি রয়েছে বিল্ট-ইন বাংলা ফন্ট।
ফলে বাংলা ভাষাভাষী যে কেউ অনায়াসেই এই ল্যাপটপ ব্যবহার করে লিখতে পারবেন। এর শক্তিশালী ৪ সেলের স্মার্ট লিথিয়াম-আয়ন ব্যাটারি পাঁচ ঘন্টা পর্যন্ত পাওয়ার ব্যাকআপ দিতে সক্ষম। ব্যাটারিসহ এর ওজন মাত্র ২.২ কেজি।

খবর২৪ঘণ্টা.কম/রখ

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST